খড়গপুর আইআইটির সর্বোচ্চ প্লেসমেন্ট

খড়গপুর আইআইটির সর্বোচ্চ প্লেসমেন্ট

কলকাতা: করোনা পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসিং-এ চাকরির বাজার খারাপ ছিল বটে, তবে এবছর চিত্রটা ঠিক উল্টো৷ এবছর ক্যাম্পাসিংয়ে পড়ুয়াদের জন্য চাকরির লাইন লেগে গিয়েছে। এবছর ১৬০০টি চাকরির অফার এসেছে পড়ুয়াদের কাছে। যা আইআইটির মধ্যে সর্বোচ্চ প্লেসমেন্ট। এমনটাই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে৷ 

প্রথম পর্যায়ের ১০ দিনের মধ্যেই প্লেসমেন্টে এই কৃতিত্ব অর্জন করেছে বলে আইআইটির তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়। আরও জানানো হয়েছে, এই প্লেসমেন্টে এক পড়ুয়া ২.৪ কোটি টাকার সর্বোচ্চ অফার পেয়েছেন। আরও ২২ জন পড়ুয়াকে ০.৯-২.৪ কোটি টাকার সিটিসি অফার করা হয়েছে। ২.৪ কোটি টাকার সিটিসির ২২টিরও বেশি অফার পেয়েছে আইআইটি খড়গপুরের ছাত্ররা। এর মধ্যে ১০টিরও বেশি অফার ছাত্ররা পেয়েছিলেন দেশীয় কোম্পানিগুলির তরফে৷ প্রায় ৩৫টি বিদেশি সংস্থাও এই প্লেসমেন্টে অংশ নিয়েছিল। প্রতি কোম্পানিতে নিয়োগের গড় সংখ্যাও বাড়ার ফলে প্রতিদিন চাকরির অফারের সংখ্যা সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।      

              
আইআইটি খড়গপুর এই বছরের জন্য প্লেসমেন্টের প্রথম পর্যায় ১১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করেছে৷ প্লেসমেন্টের দ্বিতীয় পর্যায়টি ২০২২ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করার প্রস্তাব করা হয়েছে। আইআইটি খড়গপুরের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ৪০০ এর বেশি প্রি প্লেসমেন্ট অফার (পিপিও) নিয়ে শুরু হয়েছিল। আইআইটি কেজিপি প্লেসমেন্টের সপ্তম দিনে ১৫০০ হাজার পড়ুয়া প্লেসমেন্ট পেয়েছেন৷ এটি আগের বছরের মোট প্লেসমেন্ট পরিসংখ্যানকে পেছনে ফেলে দিয়েছে।        

প্রতিষ্ঠানের তরফে যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তাতে প্লেসমেন্টের প্রথম পর্যায়ে গুগল, মাইক্রোসফট, উবার, মাইক্রোন টেকনোলজি,  হানিওয়েল, এক্সেল-এর মতো সংস্থা অংশ নিয়েছিল বলে জানানো হয়েছে৷ এই প্রক্রিয়ায় এই বছর সফ্টওয়্যার, অ্যানালিসিস, কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি, কোডিং, ব্যাঙ্কিং/ফাইনান্স সহ সমস্ত সেক্টরের কোম্পানিগুলি অংশ নিয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =