Aajbikel

শিবপুরের আইআইইএসটিতে অধ্যাপনার সুযোগ, ৭০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি

 | 
শিবপুর আইআইটি

কলকাতা: শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে অধ্যাপনার সুযোগ৷ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করবে এই প্রতিষ্ঠান৷  সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে একটি ‘রোলিং বিজ্ঞপ্তি’ প্রকাশ করা হয়েছে৷ ওই বিজ্ঞপ্তিতেই শিক্ষক পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন৷ 

আইআইইএসটি-র এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্থ সায়েন্সেস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে। মোট শূন্যপদ ৭০। প্রতিটি বিভাগেই আবেদনের জন্য প্রার্থীর নির্দিষ্ট কিছু বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে৷  আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমা এবং বেতন সংক্রান্ত বিষয়গুলি মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।

Around The Web

Trending News

You May like