নয়াদিল্লি: ভারতীয় নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক হলে চাকরির সুযোগ করে দিচ্ছে ইন্ডিয়ান নেভি। নাবিক পদের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌবাহিনী৷ নাবিক পদে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের একটি ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joindiannavy.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ২ অগস্ট থেকে আবেদন জমার দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে এবং ৬ অগস্ট ২০২১ তারিখে শেষ হবে।
শূন্যপদ:
৩৩টি নাবিক পদের জন্য আবেদন করা যেতে পারে।
যোগ্যতা:
আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই ভারত সরকারের শিক্ষামন্ত্রক স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে৷
বয়স:
প্রার্থীদের জন্ম ১ অক্টোবর, ১৯৯৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০০৪ এর মধ্যে হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:
জানা গিয়েছে, কোভিডের কারণে বিধিনিষেধ মানা হচ্ছে৷ লিখিত পরীক্ষার সময় প্রার্থীদের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ভাবে জমা দিতেই হবে। সেখান থেকে ইন্টারভিউ রাউন্ডের জন্য প্রায় ৩০০ জন প্রার্থীকে ডাকা হবে। প্রায় ৩০০ জন প্রার্থীকে মিউজিক টেস্ট এবং পিএফটির জন্য ডাকা হবে। তাঁদের নির্বাচন মিউজিক স্ক্রিনিং বোর্ডে পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্যতার ক্রমের ওপর নির্ভর করে হবে। অক্টোবর ২০২১ ব্যাচের জন্য নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইটে গিয়ে দেখতে বলা হয়েছে।