কলকাতা: লোকসভা নির্বাচনের আগেও দিয়েছিলেন প্রতিশ্রুতি৷ নির্বাচনী ময়দান থেকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ইভিএম মেশিন বদলানোর ঘটনা ধরিয়ে দিতে পারলে জীবন গড়ে দেব তিনি৷ এবার পুরসভা ও বিধানসভা নির্বাচনের আগে ফের জীবন গড়ে দেওয়ার আশ্বাস দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ নেতা আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-যুব কর্মশালা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী দু’বছরে মন প্রাণ দিয়ে কাজ করুন৷ তারপর আর কিছু করতে হবে না৷ আমরা তোমাদের ভবিষ্যত গড়ে দেব৷ এই নিয়ে কোন চিন্তা করতে হবে না৷ এটা আমার প্রতিশ্রুতি৷ আমি যা প্রতিশ্রুতি দিই তা পূরণ করে থাকি৷ চাকরির জন্য তোমাদের আর ভাবতে হবে না৷ বিদেশে গিয়ে ঘাড় ধাক্কা খেতে হবে না৷ শুধু মন দিয়ে দল করতে হবে৷ আমরা ভবিষ্যৎ গড়ে দেব৷ এরপর মুখ্যমন্ত্রীর ঘোষণা, নেতা তো আর গাছ থেকে পড়ে না৷ কাজের মধ্যে দিয়ে নেতা হয়ে উঠে আসতে হয়৷ তোমাদের মধ্যে আগামী দিনের নেতা হয়ে উঠবে৷ তাঁদের ভবিষ্যৎ আমরা গড়ে দেব৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, ‘‘যুবক-যুবতীরা নিঃস্বার্থভাবে আমার হয়ে কাজ করবে৷ তোমরা নিঃস্বার্থে দু'বছর কাজ করে দেখাও৷ তোমরা ও বুঝতে পারবে৷ তোমাদের জীবন গড়ে দেওয়ার দায়িত্ব আমার৷ আমি এটুকু তোমাদের নিশ্চিত করতে পারি৷ আমি যখন কোন কথা বলি, প্রতিশ্রুতি দিই, এটাই আমার ভিত্তি৷ আমি মরে গেলে মরে যাব, কিন্তু আমি কখনও কথার খেলাপ করি না৷ এটা মাথায় রেখুন৷ আমি যখন বলছি, বাংলাতে করতে হবে নিঃস্বার্থভাবে কাজ৷ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে৷ এদের বিরুদ্ধে লড়াই করতে হবে৷ এদের জব্দ করে দাও৷ আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের চাকরির জন্য চিন্তা করতে হবে না৷ দরকার নেই৷ আমেরিকা দয়া করবে, তারপর তোমার চাকরি হবে, কখন রাশিয়া দয়া করবে, কখন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, সেখানে একটা চাকরি হবে, অথবা কখনও চিনে গিয়ে ঘুরবে, এই সমস্ত দরকার নেই৷ আমার দেশের মাটি৷ আমার গর্বের মাটি৷ এই মাটিতে জন্ম৷ এই মাটিতে মরন৷ এই মাটি আমার সব দিয়েছে৷ এই মাটি আমার মা দিয়েছে৷ মানুষ দিয়েছে৷ সবকিছু দিয়েছে৷ এই মাটি আমরা গর্ব৷ তোমাদের এগিয়ে আসতে হবে৷ আমি চাই তোমাদের মধ্যে থেকে নেতা তৈরি হোক৷ নেতা কখনও গাছ থেকে পড়ে না৷ নেতা কাজের মধ্য দিয়ে গড়ে ওঠে৷ বৃক্ষ তুমি কী? ফলে পরিচয়৷’’
এর আগে গতবছর ১৬ মে ডায়মন্ড হারবার থেকে ইভিএম কেলেঙ্কারির আশঙ্কা প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘মেশিন বদলানোর পরিকল্পনা করেছে৷ ইভিএম পাহারা দিতে হবে৷ কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না৷ মা-বোনেরা এগিয়ে যাবেন৷ কোথাও ঢুকতে দেবেন না৷’’ এর পর তৃণমূল নেত্রীর আশ্বাস, ‘‘মেশিন বদলানোর ঘটনা ধরিয়ে দিতে পারলে তার জীবন গড়ে দেব। তার দায়িত্ব আমার৷’’