৩ বছরের বেশি হলেই বদলি, নির্দেশ কমিশনের

কলকাতা: তিন বছরের বেশি যেসব অফিসার এক জায়গায় পোস্টিং আছেন, তাঁদের সরিয়ে দিতে বলল নির্বাচন কমিশন। দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে সব মুখ্য নির্বাচন আধিকারিককে এমন নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকা পেয়েই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য সরকারকে ওই নির্দেশ কার্যকর করতে বলেছেন। ওই নিদের্শিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সাব ইন্সপেক্টর থেকে আইপিএস অফিসার

৩ বছরের বেশি হলেই বদলি, নির্দেশ কমিশনের

কলকাতা: তিন বছরের বেশি যেসব অফিসার এক জায়গায় পোস্টিং আছেন, তাঁদের সরিয়ে দিতে বলল নির্বাচন কমিশন। দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে সব মুখ্য নির্বাচন আধিকারিককে এমন নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকা পেয়েই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য সরকারকে ওই নির্দেশ কার্যকর করতে বলেছেন।

ওই নিদের্শিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সাব ইন্সপেক্টর থেকে আইপিএস অফিসার এবং বিডিও থেকে আইএএস অফিসার—এক জায়গায় যদি কেউ তিন বছর থাকেন, তাহলে তাঁদের বদলি করে দিতে হবে। যেসব অফিসার ভোটের কাজে যুক্ত, তাঁদের এক জায়গায় তিন বছরের বেশি থাকা যাবে না। অবশ্য নবান্ন আগে থেকেই এই নির্দেশের আঁচ পেয়ে বদলির প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে ১২০ জন আইসি, ৪৪ জন ডিএসপি পর্যায়ের অফিসারকে বদলি করা হয়েছে। আরও কিছু অফিসারের বদলির তালিকা তৈরি হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 6 =