বহু প্রতীক্ষিত IBPS PO পরীক্ষার বিজ্ঞপ্তি, আজ থেকেই করা যাবে আবেদন

বহু প্রতীক্ষিত IBPS PO পরীক্ষার বিজ্ঞপ্তি, আজ থেকেই করা যাবে আবেদন

 

নয়াদিল্লি:  বহু প্রতীক্ষিত আইবিপিএস পিও ২০২০ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকসন (আইবিপিএস)৷ মোট ১,১৬৭টি ভ্যাকেন্সি বা শূন্যপদ ঘোষণা করা হয়েছে৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন জমা করতে পারবেন৷ ৫ অগাস্ট, অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া৷ ২৬ অগাস্টের মধ্যে  ibps.in –সাইটে আবেদন জানানো যাবে৷ 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আইবিপিএস পিও প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩, ১০ এবং ১১ অক্টোবর৷ আগামী নভেম্বর মাসে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে৷ আইবিপিএস পিও মেন পরীক্ষা হবে ২৮ নভেম্বর৷ মেন পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বর মাসে৷ আগামী বছর (২০২১ সাল) জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে শর্টলিস্টেড প্রার্থীদের৷ 

কারা আবেদন করতে পারবেন : আইবিপিএস পিও পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ ০২.০৮.১৯৯০ এর আগে এবং ০২.০৮.২০০০ এর পরে জন্ম তারিখ হলে আবেদন করা যাবে না৷ আবেদনকারীর যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে৷ মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে৷ 

গুরুত্বপূর্ণ তারিখ : 

* আনলাইন রেজিস্ট্রেশনের তারিখ ৫ অগাস্ট থেকে ২৬ অগাস্ট৷ এই সময়ের মধ্যেই এডিট/মডিফিকেশন করা যাবে৷  
* আবেদনের ফি জমা দিতে হবে ৫ থেকে ২৬ অগাস্টের মধ্যে৷ 
* প্রলিমিনারি এগজাম ট্রেনিং-এর জন্য কল লেটার ডাউনলোড করা যাবে সেপ্টেম্বর মাসে৷ 
* অনলাইন প্রলিমিনারি পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করা যাবে অক্টোবর ২০২০৷
* অনলাইন মেন পরীক্ষা হবে ২৮ নভেম্বর৷ 
* মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ডিসেম্বর ২০২০৷ 
* ইন্টারভিউয়ের জন্য কললেটার ডাউনলোড করতে হবে জানুয়ারি ২০২১৷
* প্রভিশনাল অ্যালটমেন্ট এপ্রিল ২০২১৷

 

কী ভাবে আবেদন করতে হবে :

প্রার্থীরা শুধুমাত্র আনলাইনেই আবেদন করতে পারবেন৷ অন্য কোনও পদ্ধতিতে আবেদন করা যাবে না৷ 
*. আবেদন করার জন্য প্রথমে আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-এ যেতে হবে৷ 
* এর পর “CWE PO/MT” লিঙ্কে ক্লিক করতে হবে৷
* এর পর সিডব্লিউই-প্রবিশনারি অফিসার্স/ ম্যানেজমেন্ট ট্রেনিস এর উপর ক্লিক করতে হবে৷ 
* রেজিস্টার করার জন্য ‘ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন’’-এর উপর ক্লিক করতে হবে৷ ক্লিক করার পর বেসিক তথ্য দিতে হবে৷ 
* এর পর প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড জেনারেট হবে৷
* প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটি লিখে রাখুন৷
* প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়েই সেভ করা ডাটা পুনরায় খোলা যাবে৷ 
* ছবি, সাক্ষর, বামবাতের বুড়ো আঙুলের ছাপ এবং বিজ্ঞপ্তি অনুযায়ী হাতে লেখা ডিক্লারেশন আপলেড করতে হবে৷ 
* এরপর ‘সেভ অ্যান্ড নেক্সট’ –এ ক্লিক করুন৷
* সবশেষ ‘ফাইনাল সাবমিট’ বোতামে ক্লিক করুন৷ 

আরও পড়ন- সুখবর! রাজ্যে নার্সিং স্কুলের সংখ্যা বাড়াতে নয়া উদ্যোগ, বাড়ছে নিয়োগ সম্ভাবনা

আরও পড়ন- SSC-র শিক্ষক নিয়োগে একাধিক অস্বচ্ছ্বতা, গুরুতর অভিযোগ চাকরিপ্রার্থীদের

আরও পড়ুন- ৪,১৮২টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ONGC, সত্ত্বর আবেদন করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =