শ্রীনগর: আইএএসের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে। কাশ্মীরীদের প্রতি লাগাতার উপেক্ষা সরকারের। অধিকার আদায় করতে চাকরি ছেড়ে রাজনীতিতে নামতে চলেছেন ২০১০ সালের আইএএস টপার শাহ ফয়জল। সূত্রের খবর, এবারের লোকসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের নির্বাচনে লড়তে পারেন তিনি।
নিজের ফেসবুকে পেজে এই প্রসঙ্গে জানান, কাশ্মীরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রের আসলে কোনও ইচ্ছাই নেই। উল্টো নির্বিচারে হত্যা চলছে। শুধুমাত্র সঠিক নীতির অভাবেই ২০০ মিলিয়ন কাশ্মীরবাসী দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে। এসবের প্রতিপদের আমলার চাকরি ছেড়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফয়জলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও । আমলাতন্ত্রের ক্ষতি মানে রাজনীতির লাভ, বলেও টুইট করেন তিনি।