চাই পূর্ণশিক্ষকের মর্যাদা, দিদির দেওয়া প্রতিশ্রুতি মনে করাতে পার্শ্বশিক্ষকদের হুঙ্কার

কুশমন্ডি: বাংলাজুড়ে পূর্ণশিক্ষকের দাবি তুলছেন পার্শ্বশিক্ষকরা। এই দাবি নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আগামী ১৬ আগস্ট বিকাশভবনে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি নেওয়া হয়েছে৷ দাবি, দিতে হবে পূর্ণশিক্ষকের মর্যাদা৷ দিতে হবে সমবেতন৷ রাজ্য সরকার দাবি না মানা অনশন, বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক মিনারুল ইসলাম৷ মঙ্গলবার ছিল কুশমন্ডির

চাই পূর্ণশিক্ষকের মর্যাদা, দিদির দেওয়া প্রতিশ্রুতি মনে করাতে পার্শ্বশিক্ষকদের হুঙ্কার

কুশমন্ডি: বাংলাজুড়ে পূর্ণশিক্ষকের দাবি তুলছেন পার্শ্বশিক্ষকরা। এই দাবি নিয়ে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আগামী ১৬ আগস্ট বিকাশভবনে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি নেওয়া হয়েছে৷ দাবি, দিতে হবে পূর্ণশিক্ষকের মর্যাদা৷ দিতে হবে সমবেতন৷ রাজ্য সরকার দাবি না মানা অনশন, বিক্ষোভ কর্মসূচি চলবে বলে  জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক মিনারুল ইসলাম৷

মঙ্গলবার ছিল কুশমন্ডির এসআই অফিসে পার্শ্বশিক্ষকদের ডিএলএড সার্টিফিকেট তোলার দিন ছিল। সার্টিফিকেট হাতে নেওয়ার পর কুশমন্ডি কমিউনিটি হলের মাঠে একটি সভার আয়োজন করেন পার্শ্বশিক্ষকদের একাংশ৷ সভার মূল উদ্দেশ্যই ছিল ১৬ আগস্টের কর্মসূচি নিয়ে৷ এদিন সভায় উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিভিন্ন বিদ্যালয় থেকে আসা পার্শ্বশিক্ষকরা ছাড়াও হরিরামপুর ব্লক ও গঙ্গারামপুর ব্লকের কিছু সংখ্যক পার্শ্বশিক্ষক ও ঐক্যমঞ্চের জেলা আহ্বায়ক মিনারুল ইসলাম, মেহেরাজ আলি৷ এদিন পার্শ্বশিক্ষক আনারুল ইসলাম পার্শ্বশিক্ষকদের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান৷

জেলা আহ্বায়ক মিনারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকদের বঞ্চনার শেষ নেই। পার্শ্বশিক্ষকরা এখন শিক্ষাগত যোগ্যতার সঙ্গে পেশাগত যোগ্যতাও সম্পূর্ণ। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার ন্যূনতম যোগ্যতা এখন রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকাদের হাতে আছে। দেশের অন্যান্য রাজ্যের ন্যায় রাজ্য সরকার ইচ্ছে করলেই তাদের পূর্ণ শিক্ষকের মর্যাদায় উন্নিত করতে পারেন। ২০০৪ সাল থেকে আজ ২০১৯ এই দীর্ঘ সময়কাল ধরে তারা পূর্ণ শিক্ষকের ন্যায় নিষ্ঠা ও সসতার সাথে কাজ করে আসছেন। তাছাড়া মহামান্য সুপ্রিম কোর্ট যে সমকাজে সমবেতনের রায় দিয়েছেন তাতে সায় দিক রাজ্য সরকার। তিনি আরও বলেন, বর্তমানে রাজ্য সরকারের একটি কর্মসূচি চলছে দিদিকে বলো৷ আমরা দিদিকেই আমাদের বঞ্চনার কথা জানাতে যাচ্ছি কলকাতার রাজপথে ১৬ আগস্ট। বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন ৬ ফেব্রুয়ারি, ২০০৯ রানি রাসমনি রোডে পার্শ্বশিক্ষকদের তিনি আশ্বস্ত করেছিলেন৷ পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি ও স্থায়ীর দাবি ন্যায্য বলেও জানান৷ এরপর ৩ জুন ২০১১ বিধানসভা ভবন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আগামী তিন বছরের মধ্যে পার্শ্বশিক্ষকদের স্থায়ী মর্যাদায় উন্নিত করবেন। দিদির সরকারের আট বছর হতে চলেছে কিন্তু দিদির দেওয়া সেই প্রতিশ্রুতি আজও অধরা। তাই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে ১৬ আগস্ট আমরা রাজপথে দিদিকেই বলতে যাচ্ছি যে আমাদের দেওয়া প্রতিশ্রুতি দিদি পূরণ করুন। পার্শ্বশিক্ষকদের পূর্ণ শিক্ষকের মর্যাদা এবং সমবেতন দিয়ে আমাদের বঞ্চনার অবসান ঘটান। যতদিন পর্যন্ত দিদি এই দাবি মানবেন না ততদিন অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ এবং অনশন চলবে। এদিন সভায় উপস্থিত সকল পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকারা ১৬ আগস্টের কর্মসূচিতে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হোন ও দাবি নিয়ে হুঙ্কার দেন এবার তারা পূর্ণ শিক্ষকের মর্যাদা এবং সমবেতনের সরকারি নির্দেশিকা নিয়েই বাড়ি ফিরবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =