আমি ঘুষ নিই না, দপ্তরে নোটিশ ঝোলালেন সরকারি কর্তা

নয়াদিল্লি: বাংলায় প্রবাদ আছে, ‘বিড়াল বলে মাছ খাব না কাশি যাব৷ এবার কার্যক্ষেত্রে প্রায় সেই প্রবাদ বাক্যে মিলিয়ে দিলেন সরকারি আধিকারিক৷ সরকারি দপ্তরে ঘুষ নেওয়ার কলঙ্ক ঢাকতে নয়া নজির গড়লেন তেলেঙ্গানার অফিসার৷ সরকারি অফিসে এই রীতিমতো নোটিশ টানিয়ে ওই আধিকারিক জানিয়ে দিয়েছেন, ‘‘আমি ঘুষ নিই না৷’’ সরকারি আধিকারিকের এই বিজ্ঞপ্তি এখন সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷ তেঙ্গানার

আমি ঘুষ নিই না, দপ্তরে নোটিশ ঝোলালেন সরকারি কর্তা

নয়াদিল্লি: বাংলায় প্রবাদ আছে, ‘বিড়াল বলে মাছ খাব না কাশি যাব৷ এবার কার্যক্ষেত্রে প্রায় সেই প্রবাদ বাক্যে মিলিয়ে দিলেন সরকারি আধিকারিক৷ সরকারি দপ্তরে ঘুষ নেওয়ার কলঙ্ক ঢাকতে নয়া নজির গড়লেন তেলেঙ্গানার অফিসার৷ সরকারি অফিসে এই রীতিমতো নোটিশ টানিয়ে ওই আধিকারিক জানিয়ে দিয়েছেন, ‘‘আমি ঘুষ নিই না৷’’ সরকারি আধিকারিকের এই বিজ্ঞপ্তি এখন সোশ্যাল দুনিয়ায় ভাইরাল৷

তেঙ্গানার রিমনগর৷ সেখানেই রয়েছে অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার এম অশোকের দপ্তর৷ দপ্তরে ঢুকলেই চোখে পড়বে বড় একটি বিজ্ঞপ্তি৷ ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড সংস্থায় ওই আধিকার তাঁর ডেক্সের উপর সাফ লিখে লেখেছেন কাজ আদায়ের জন্য তাঁকে ঘুষ দিতে হয় না৷ কেননা, স্থানীয়রা সহজে কাজ পেতে তাঁকে ঘুষের প্রস্তাব দিতে থাকেন৷ নিজের দপ্তরেও চলে ঘুষ৷ আর তাতেই তিতিবিরক্ত হয়ে নোটিশ টাঙায়ে ওই আধিকারিক জানিয়েছেন, ‘আমি ঘুষ নিই না৷’

ওই নোটিশ যাতে সবার চোখ পড়ে ও বুঝতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে দু’টি ভাষায় বড়বড় করে লিখেছেন ঘুষ না নেওয়ার কথা৷ চেয়ারের পেছনের দেওয়ালে লাল লঙের বোর্ডে সাদা দিয়ে তেলুগু ও ইংরেজিতে লেখা, আমি ঘুষ নিই না৷ প্রায় ৪০ দিন আগে লাগানো এই বোর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

জানা গিয়েছে, গত ১৪ বছর ধরে তিনি বিদ্যুৎ দপ্তরে কর্মরত৷ সাধারণ মানুষের ঘুষ দেওয়ার প্রস্তাবে অতিষ্ট হয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি৷ আশা, এবার যদি অত্যাচার বন্ধ হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 20 =