নয়াদিল্লি: আগামী দু’বছরে রেভিনিউ টার্গেট এক বিলিয়ন ডলার করার লক্ষ্যে এইচটিসি গ্লোবাল সার্ভিসেস চাইছে দুই থেকে তিন হাজার কর্মী নিয়োগ করতে। মিশিগান শহরের আইটি সার্ভিসেস সংস্থা ‘দ্য ট্রয়’-এর চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গলুরু কেন্দ্রগুলিতে প্রচুর কর্মী নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। এই সংস্থার ১১ হাজার কর্মী রয়েছে সারা পৃথিবীতে তাদের ‘সাইবার’ এবং ‘কেয়ারটেক’ আইটি কনসালটিং ফার্ম-এ।
এইচটিসি সংস্থা ২০১৭ সালে ৩৩ মিলিয়ন ডলার খরচ করে সাইবার সংস্থাটি কিনে নেয়। তখন জানা গিয়েছিল এই সংস্থাটির ক্লায়েন্ট বেস বেশি বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অটোমেশনাল সার্ভিসেস-এ শেয়ার বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ করা হয়। এইচটিসি গ্লোবাল সার্ভিসেস-এর চিফ টেকনলজি অফিসার চেরি মুদুম্বি বলেছেন, ‘আমরা অনেক কর্মী নিয়োগ করতে চলেছি। ২০২০ সালের মধ্যে আমরা প্রায় দুই থেকে তিন হাজার কর্মী নিয়োগ করব।’ এর কারণ হিসেবে তিনি বলেছেন যে, ক্রেতারা আরও অনেক বেশি ‘ভ্যালু’ আশা করছেন এই সংস্থা থেকে এবং সেই কারণে ডোমেন নলেজ সম্বলিত প্রতিভাবান কর্মীর চাহিদা বাড়ছে।