নয়াদিল্লি: ইপিএফ আকাউন্ট থেকে টাকা তুলতে চান? অনলাইনেও এখন তোলা যাবে জমানো পিএফের টাকা৷ ইপিএফও ওয়েবসাইটে গিয়ে টাকা তোলার জন্য আবেদন করা যেতে পারে৷
প্রথমে আবেদন করার পর সংশ্লিষ্ট কর্মী যে সংস্থায় চাকরি করেন, সেখানে আবেদন অনুমোদনের জন্য যাবে৷ সংস্থার অনুমোদনের পর ১০ দিনের মধ্যেই আবেদনকারী টাকা তুলতে পারেন৷ টাকা তুলতে কী কী তথ্য প্রয়োজন?
ইপিএফ জানিয়েছে, প্রথমত ওই কর্মীর আধার কার্ড প্রয়োজন হবে৷ সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে৷ থাকতে হবে প্যান কার্ড৷ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে অন্য তথ্য দিতে হবে গ্রাহককে৷
কীভাবে টাকা তোলার জন্য অনলাইনে আবেদন করতে হবে?
ইপিএফওর ওয়েবসাইটে যাবেন৷ সেখানে নিজের অ্যাকাউন্ট নম্বর ও পাসওয়ার্ড টাইপ করবেন৷ তা না থাকলে আইডি তৈরি করে নিতে হবে৷ অনলাইন সার্ভিস লেখা অংশে গিয়ে ক্লেম অপশনে ক্লিক করুন৷ ভেরিফাই লেখার উপর ক্লিক করুন৷ ব্যাংক অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা লিখতে হবে৷ কেন টাকা তুলছেন ইত্যাদি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে৷ গেট আধার ওটিপি লেখাটির উপর ক্লিক করতে হবে৷ আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইলে ওটিপি আসবে৷ সাবমিট করলেই টাকা তোলার আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে৷