জমা পড়েছে ১.২৫ কোটি আবেদন, কীভাবে হবে রেলের নিয়োগ পরীক্ষা?

জমা পড়েছে ১.২৫ কোটি আবেদন, কীভাবে হবে রেলের নিয়োগ পরীক্ষা?

নয়াদিল্লি: করোনাভাইরাস ভারতীয় রেলের সামনে নয়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে৷ বিভিন্ন পদে পরীক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ, কোভিড-১৯ প্যান্ডেমিকে থমকে গিয়েছে যাবতীয় প্রক্রিয়া৷ রেলের দফতরে জমা রয়েছে ১.২৫ কোটি আবেদনপত্র৷ করোনা পরিস্থিতিতে এই বৃহৎ পরীক্ষা সম্পন্ন করতে হলে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে রেলকে৷ 

জানা গিয়েছে, ১.২৬ কোটিরও বেশি প্রার্থী রেলের জনপ্রিয় নন-টেকনিক্যাল পোস্টে আবেদন জানিয়েছেন৷ এনটিপিসি (গ্র্যাচুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট) পদে ৩৫,২০৮টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস৷ কিন্তু করোনা সংক্রমণের জেরে পিছিয়ে গিয়েছে পরীক্ষা৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক৷ 

তবে পরীক্ষা শুরুর আগে বেশ কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে৷ যেমন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরীক্ষার্থীর সংখ্যা কমাতে হবে৷ পরীক্ষা কেন্দ্রে সমাবেশ করা যাবে না৷ প্রতিটি শিফটে পরীক্ষার পর পরীক্ষা কেন্দ্র স্যানিটাইজ করতে হবে৷ মাস্ক পরা বাঞ্ছনীয়৷ 

এখনও পর্যন্ত এনটিপিসি ২০২০ পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি৷ ই-মেল এবং এসএমএস মারফত প্রার্থীদের সর্বশেষ আপডেট জানানো হবে বলে জানিয়েছে রেল৷ আবেদনকারীদের কাছে রেলের আবেদন,  তাঁরা যেন সরকারি ঘোষণার উপর নজর রাখেন৷ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কোনও গুজবে কান না দেন৷

সম্প্রতি বিশ্বের বৃহত্তম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে রেল৷ ৬৪,৩৭১ টি শূন্য পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৪৭.৪৫ লক্ষ প্রার্থী৷ ২০১৮ সালে ৬৪,৩৭১ টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রেল৷ এই পরীক্ষায় ৫৬,৩৭৮ জন প্রার্থীকে নির্বাচন করে রেলওয়ে প্যানেল৷ এর মধ্যে ২৬,৯৬৮ জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ২৮,৪১০ জন প্রার্থীকে টেকনিশিয়ান পদে নেওয়া হবে৷ ৪০,৪২০ জন প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস৷ তবে কোভিড পরিস্থিতিতে জারি লকডাউন ওঠার পরই প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *