বেতন কমিশনের সুপারিশে কত বাড়তে পারে মূল বেতন?

কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই এবার কি রাজ্য সরকারি কর্মীদের দ্বিগুণ হারে মূল বেতনের বৃদ্ধি হবে? ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ঘিরে কর্মী মহলে বাড়ছে জল্পনা৷ কিন্তু, হঠাৎ কেন এই জল্পনা? পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের সব স্তরের কর্মীদের

বেতন কমিশনের সুপারিশে কত বাড়তে পারে মূল বেতন?

কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই এবার কি রাজ্য সরকারি কর্মীদের দ্বিগুণ হারে মূল বেতনের বৃদ্ধি হবে? ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ঘিরে কর্মী মহলে বাড়ছে জল্পনা৷ কিন্তু, হঠাৎ কেন এই জল্পনা?

পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের সব স্তরের কর্মীদের ২.৫৭ গুণ বেতন বৃদ্ধি হয়৷ কেন্দ্রের বেতন কমিশন যদি কর্মীদের মূল বেতন প্রায় আড়াই শতাংশ বাড়ি দিয়ে পারে, তাহলে কেন রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠিত ষষ্ঠ বেতন কমিশন বাংলার কর্মচারীদের সেই একই সুুপারিশ করবে না? এই নিয়ে কর্মমহলে জল্পনা শুরু হলেও বেতন কমিশন সূত্রে খবর, সব শ্রেণির কর্মীর জন্য বেতন বৃদ্ধির সুপারিশ নাও হতে পারে৷ প্রথমিক শিক্ষক ও গ্রুপ ডি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির সুরারিশ করতে পারে কমিশন৷

কমিশন সুপারিশ দিলেই কি তা কার্যকর হওয়া সম্ভব? জানা গিয়েছে, বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে জমা পড়ার পর তা খতিয়ে দেখার জন্য গঠিত হবে উচ্চপর্যায়ের কমিটি৷ সেই কমিটি সুপারিশ পর্যালোচনা করবে৷ এরপর সরকার কর্মীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ এক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও করতে পারে সরকার৷ যেমন, কেন্দ্রের সপ্তম বেতন কমিশন কর্মীদের জন্য নানা হারে বেতন বৃদ্ধির সুপারিশ করলেও কেন্দ্র সব স্তরের কর্মীদের ২.৫৭ গুণ বেতন বৃদ্ধি করে৷

সরকারি কর্মীরা মূল বেতনের সঙ্গে ডিএ পান৷ এখন রাজ্য সরকারি কর্মীরা ১২৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন৷ ৬৬০০ টাকা মূল বেতনে একজন গ্রুপ ডি কর্মী চাকরিতে ঢুকলে এখন ডিএ অন্যান্য ভাতা সহ মোট বেতন হয় ১৫ হাজার টাকার বেশি৷ তবে, বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সময়ে বেতনের সঙ্গে কোনও ডিএ থাকে না৷  পরবর্তীকালে নির্দিষ্ট সময় অন্তর ডিএ যোগ হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *