নয়াদিল্লি: জেনারেল ক্যাটিগরিতে ১০ শতাংশ সংরক্ষণের জন্য তৈরি বিল পেশ হল লোকসভায়। এই নিয়ে চলা বিতর্কের মাঝেই বিজেপি সভাপতি অমিত শাহ বললেন, যাঁদের বার্ষিক আয় ৮ লাখের নিচে এতে তাঁদের ব্যাপক সুবিধা হবে। কোটি কোটি ছাত্র ও পড়ুয়া এই সংরক্ষণের ফলে সুবিধা পাবেন। এসসি, এসটি ও ওবিসিদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ আছে, এই সিদ্ধান্তের ফলে তাতে কোনো অসুবিধা হবে না।
এদিকে সংসদে এই নিয়ে কংগ্রেস নেতা কেভি থমাস বলেন, আমরা বিলের বিরোধী নই। যেভাবে এটি পেশ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছি। আমরা চাইছি, একে আগে জেপিসি- (যৌথ সংসদীয় কমিটি) তে পাঠানো হোক। মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে বিলটি পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জেনারেল ক্যাটিগরিতে ১০ শতাংশ সংরক্ষণের সিলমোহর দেওয়া হয়। কিন্তু এই সংরক্ষণ লাগু করার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। সেই সংশোধন সেরেই মঙ্গলবার বিলটি সরকার পেশ করিয়ে নেয়। লোকসভা ভোটের আগে সরকার সংরক্ষণ কার্যকর করতে চায়।
BJP President Amit Shah: It will give great relief to people who have annual income less than Rs. 8 lakhs. Crores of young people will have benefits from this reservation in education & jobs. The reservation of 50% for SC, ST & OBCs remains unaffected due to this decision. pic.twitter.com/wGMmBYSjqE
— ANI (@ANI) January 8, 2019
KV Thomas, Congress in Lok Sabha: We support this quota bill, we are not against this, but the way it is being brought raises questions on your sincerity. My request is to send this to JPC first
— ANI (@ANI) January 8, 2019
এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);