কলকাতা: যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে এবার দিল্লি অভিযানের ডাক প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের৷ আজ, বুধবার রামলীলা উদ্যানে সভা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হয়৷ রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে যে রাজ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছে, সেই রাজ্যের রাজ্যের প্রাথমিক শিক্ষকদের কী হাল তা সর্বভারতীয় স্তরে তা তুলে ধরা হবে৷
এদিন সভা শেষে সংগঠনের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপ ঘোষ সাফ জানিয়ে দেন, ‘‘আমরা দিল্লি চলোর ডাক দিচ্ছি৷ আমরা এখনও তারিখ বলছি না৷ আমরা সর্বভারতীয় স্তরে নিয়ে যাব৷ সমস্ত নেতাদের ডেকে জানাব৷ যাঁরা বলছে, দিদিকে প্রধানমন্ত্রী বানাবো, তাঁদের ডেকে দেখাবো আমরা৷ যে দেশের প্রধানমন্ত্রী হবে, তাঁর রাজ্যে প্রাথমিক শিক্ষকদের বেতন দেখুন৷ ভবিষ্যতে কিন্তু, বাংলার উন্নয়নের মতো সারা ভারতবর্ষে একই উন্নয়ন হয়ে যাবে৷ কিছুই করবে না৷ আগামী-দিনের কর্মসূচি আমাদের এটাই৷’’
বুধবার যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ফের পথে নামলেন প্রাথমিক শিক্ষকরা৷ এদিন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক তাঁদের নিজেদের অধিকারের দাবিতে পথে নামেন৷ শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা উদ্যান পর্যন্ত বিশাল মিছিল শেষ হয় রামলীলা ময়দানে৷ সেখানেই উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে সভায় নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন শিক্ষকদের একাংশ৷
এদিনের এই কর্মসূচি মঞ্চ থেকে ঘোষণা করা হয়, যে কোনও অবস্থাতেই PRT SCALE দাবি পূরণ না হওয়া পর্যন্ত UUPTWA ক্ষান্ত হবে না৷ দাবি না মিটলে ভোটের মুখে রাজ্য সরকারকে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়৷ কিন্তু, কেন এই আন্দোলন? আন্দোলনকারীদের দাবি, প্রায় ১ লক্ষ ৯০ হাজার শিক্ষক রাজ্যে বর্ধিত বেতন পাচ্ছেন না৷ অন্যান্য রাজ্যে দেওয়া হলেও, এ রাজ্যে কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। এনসিটিইর সুপারিশ মতো বেতনের দাবিতে শিয়ালদা থেকে রামলীলা উদ্যান পর্যন্ত মিছিল করেন প্রাথমিক শিক্ষকরা৷