কলকাতা: চাকরির বাজারকে পড়ুয়াদের হাতের মুঠোয় নিয়ে আসতে একটি কেন্দ্রীয় প্লেসমেন্ট পোর্টাল তৈরি করেছিল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ জাঁকজমক করে তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল৷ কিন্তু সেই পোর্টাল চালু হলেও প্রথম বছরে তেমন সাড়া মেলেনি৷ অন্তত মোট পড়ুয়ার নিরিখে যতজন এই পোর্টালে নাম লিখিয়েছেন, তাতে এমনই ইঙ্গিত মিলেছে৷
তৃতীয় ও চতুর্থ বছরের পড়ুয়ারাই মূলত এই পোর্টালে নাম লিপিবদ্ধ করেছেন৷ এই দুই বর্ষে মোট পড়ুয়ার সংখ্যা কমপক্ষে ২০ হাজার তো হবেই৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তার মধ্যে সব মিলিয়ে প্লেসমেন্ট পোর্টালে নাম লিখিয়েছেন মেরেকেটে ছ’হাজার পড়ুয়া৷ তবে প্লেসমেন্টের জন্য এত কম পড়ুয়ার নাম নথিভুক্ত হল কেন? এর পিছনে একাধিক যুক্তি রয়েছে কর্তৃপক্ষের৷
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে এই পোর্টালে পড়ুয়াদের নাম নথিভুক্ত করার বিষয়টি কার্যত বাধ্যতামূলক করে দেওয়া হতে পারে। রেজিস্ট্রেশনের সময় কলেজগুলিকে এমনই বার্তা দেওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। তাছাড়া, এখন বহু সংস্থাই আর ক্যাম্পাসিং করতে আসতে চাইছে না। পোর্টালের মাধ্যমেই নিয়োগ করতে চাইছে তারা। বিশ্ববিদ্যালয় তাই তাদের প্লেসমেন্ট পোর্টালকে সেই সব সংস্থার সঙ্গে লিঙ্ক করতে চাইছে। এমনটা হলে কলেজগুলিকে তখন এই কেন্দ্রীয় পোর্টালের অধীনে আসতেই হবে। চাকরির মন্দা বাজার, নাকি কম পড়ুয়া নথিভুক্ত হওয়ার পিছনে রয়েছে অন্য কারণ? প্লেসমেন্ট পোর্টালে এত কম সংখ্যক পড়ুয়া আগ্রহ দেখানোয় এমনই সব প্রশ্ন উঠেছে।