নয়াদিল্লি: রাজধানীতে পড়ুয়াদের মুখোমুখি হয়ে চূড়ান্ত বিড়ম্বনায় পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আজ, শনিবার পড়ুয়াদের মুখোমুখি হয়ে বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি দেন রাহুল৷ কংগ্রেস সভাপতির মুখ থেকে প্রতিশ্রুতি শোনার পর এক পড়ুয়া প্রশ্ন করে বসেন, ‘‘আমরা কীভাবে বুঝব, আপনি সরকারে এলে যুবদের চাকরি দেবেন?’’ জবাবে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েন রাহুল৷ বলেন, ‘‘কংগ্রেস প্রতিশ্রুতি দিলে, তা রাখে৷ এটাই কংগ্রেসের নীতি৷’’
এদিন মঞ্চে দাঁড়িয়ে রাহুল বলেন, ‘‘শিল্পপতিদের ঋণ ছাড় দেওয়া হলেও শিক্ষা ঋণে কেন ছাড় দেওয়া হয় না৷ আমরা ক্ষমতায় এলে শিক্ষা ঋণে ছাড় দেব৷ যাতে পড়ুয়াদের সুবিধা হয়৷’’ এদিন কর্মসংস্থান ইস্যুতেও মুখ খোলেন রাহুল৷ বলেন, ‘‘আমরা ক্ষমতায় এলে যুবক-যুবতীদের চাকরি দেব৷ এটাই আমাদের প্রথম লক্ষ্য৷’’ একই সঙ্গে শহিদের সরকারি ভাবে শহিদ মর্যাদা দেওয়া হবে বলেও জানান তিনি৷
কিন্তু, প্রশ্ন উঠছে দীর্ঘ দিন ধরে কংগ্রেস দেশ শাসন করলেও কেন শিক্ষা ঋণ, কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী হয়নি৷ নির্বাচন আসতেই কেন এই প্রতিশ্রুতি? ভোটের পর পড়ুয়াদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন তো রাহুল গান্ধী? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷