‘স্টার্টআপ ইন্ডিয়া’র সুবিধা পাবেন কীভাবে? চালু হতেই জমা ১৫ হাজার আবেদন

আজ বিকেল: স্টার্টআপ ইন্ডিয়া, দেশের তরুণ উদ্যোগপতিদের উৎসাহ দিতে এই নয়া প্রচেষ্টা শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কৃষি ভিত্তি হলেও শিল্পকে ভবিষ্যৎ করে এগোতে চায় ভারত। তাই দেশের যুব সমাজ যখন বাণিজ্যিক দিককে পেশা হিসেবে নিতে আগ্রহী হয় তখন তো তাঁকে প্রাথমিক সহায়তা দিতে সরকারকেই সচেষ্ট হতে হয়। রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিনিয়োগ কি বেসিসে

‘স্টার্টআপ ইন্ডিয়া’র সুবিধা পাবেন কীভাবে? চালু হতেই জমা ১৫ হাজার আবেদন

আজ বিকেল: স্টার্টআপ ইন্ডিয়া, দেশের তরুণ উদ্যোগপতিদের উৎসাহ দিতে এই নয়া প্রচেষ্টা শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কৃষি ভিত্তি হলেও শিল্পকে ভবিষ্যৎ করে এগোতে চায় ভারত। তাই দেশের যুব সমাজ যখন বাণিজ্যিক দিককে পেশা হিসেবে নিতে আগ্রহী হয় তখন তো তাঁকে প্রাথমিক সহায়তা দিতে সরকারকেই সচেষ্ট হতে হয়। রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিনিয়োগ কি বেসিসে কোন পরিপ্রেক্ষিতে ব্যবসা শুরু হচ্ছে তার ছক সবেতেই সরকারি অনুমতির প্রয়োজন রয়েছে। এদেশে এই স্টার্টআপ শুরু হতেই সরকারি কাজকর্মও শুরু হয়ে যায়।

২০১৬-র জানুয়ারিতে স্টার্টআপ ইন্ডিয়ার হাতেখড়ি হয়, এরপর গত দুবছরে দেশের প্রচুর তরুণ উদ্যোগপতিরা বিনিয়োগে অংশ নিয়েছেন বাণিজ্যমুখী হয়েছেন। এটি একটি ইতিবাচক সাড়া অবশ্যই। সোমবার সংসদের তরফে জানানো হয় এখনও পর্যন্ত মোট ১৫ হাজার ৬৩২টি স্টার্টআপের অনুমতি জমা পড়েছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮৩টি স্টার্টআপের প্রস্তাব জমা পড়েছে। এরমধ্যে ১২০টিকে ছাড়পত্র দেওয়া হলেও বাতিলের তালিকায় গিয়েছে ১১৭টি।সেই সঙ্গে ৪৬টির অনুমতি বিভিন্ন মন্ত্রক ও মন্ত্রীদের ছাড়পত্রের আশায় আটকে রয়েছে।

দেশ যে বাণিজ্যিকভাবে একটু একটু করে এগোচ্ছে তা এই স্টার্টআপের নিত্যনতুন ছাড়পত্রের আবেদন দেখলেই স্পষ্ট হয়। একইসঙ্গে বিদেশি বিনিয়োগও আসছে দেশের মাটিতে।আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বরেই যা ১১ শতাংশ ছাড়িয়েছে, যার পুরোটাই প্রত্যাখান করা হয়েছে। কেননা এফডিআই প্রস্তাব অনুমোদনের আগে সেই আবেদনকে বেশকিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বিদেশি বিনিয়োগের বিষয়ে নান প্রশ্নও সে সেগুলির যথাযথ উত্তর দেন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীরা। এই বিদেশি বিনিয়োগের প্রস্তাবকে কার্যকরী করতে একটি সরলীকরণ প্রক্রিয়া তৈরি হচ্ছে,হয়ে গেলেই এই কাজে গতি আসবে। এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + one =