মাথার ঘাম পায়ে ফেলে UPSC পরীক্ষায় সফল বাস কন্ডাক্টর মধু

মাথার ঘাম পায়ে ফেলে UPSC পরীক্ষায় সফল বাস কন্ডাক্টর মধু

05138d442ed5546d1f608c0ff559ff84

বেঙ্গালুরু: অদম্য জেদ, কঠোর অধ্যাবসায় এবং লক্ষ্য স্থীর থাকলে কোনও বাধা যে মানুষকে থামিয়ে রাখতে পারে না, ফের সেটাই প্রমাণ করে দেখালেন কর্ণাটক সরকারি পরিবহণ দফতরের বাস কন্ডাক্টর মধু এনসি৷

দৈনিক ৮ ঘণ্টা কাজের সময়ের মধ্যে গোটা সময়টা প্রায় দাঁড়িয়ে কাটে তাঁর৷ এরই মধ্যে দিনে মাত্র ৫ ঘণ্টা পড়াশুনোর সুযোগ পাওয়া সে৷   আর ওই ৫ ঘণ্টা সময়কে সম্বল করে এক অসাধ্য সাধন করে ফেললেন মধু এনসি৷

মাত্র ২৯ বছর বয়সের এই তরুণ তাঁর পরিবারে প্রথম প্রজন্মের শিক্ষিত মানুষ৷ সেই পরিবারের মধু এনসি ২০১৯ সালের ইউপিএসসি পরীক্ষার মেন পরীক্ষায় কৃতকার্য হয়েছেন৷ চলতি মাসেই ফলাফল বেরিয়েছে মেনসের৷ সেই তালিকায় নিজের নাম দেখে তাঁর চোখে মুখে আলাদা ঐজ্জ্বল্য দেখতে পাওয়া যায়৷য

কিন্তু লড়াই এখানেই শেষ নয়৷ আগামী ২৫ মার্চ রয়েছে ইন্টারভিউ৷ যে কোনও ভাবেই সেই পরীক্ষায় সফল হতেই হবে৷ তার পর মিলবে স্বপ্নের চাকরি৷ গত বছর জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন তিনি৷ তাতে পাশ করার পরেই অক্টোবরে মেন পরীক্ষায় বসেন৷

মধুর কথায়, এই পরীক্ষায় নিজেকে উপযুক্ত করে তুলতে সপ্তাহে ২ ঘণ্টা করে পড়াশুনায় সাহায্য করতেন বেঙ্গালুরু মেট্রোপ্লিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর৷ তিনি মধুকে মেইন পরীক্ষায় উত্তরের ধরণ কেমন হবে তা লিখতে শিখিয়েছিলেন৷ মাত্র ১৯ বছর বয়স থেকে পরিবারের প্রয়োজনে বাস কন্ডাক্টর পেশায় নিযুক্ত মধু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দূরশিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *