নয়াদিল্লি: ভোটের বাজারে ১০৭২ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্রমন্ত্রকের৷ আজ ১৪ মে থেকে অনলাইনে আবেদন করা যাবে৷ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে ১২ জুন পর্যন্ত৷ মাধ্যমিক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে৷
বিএসএফের হেড কনস্টেবলের পদে এই নিয়োগ হবে৷ মোট পদ ১০৭২টি৷ হেড কনস্টেবল রেডিও অপারেটরের পদে শূন্যপদ রয়েছে ৩০০টি৷ হেড কনস্টেবল রেডিও মেকানিক পদ রয়েছে ৭৭২টি৷ আবেদন করতে হলে যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ৷
এছাড়া ২ বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট থাকলেও চলবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে৷ বেতন পাওয়া যেতে পারে ২৫০০০ থেকে ৮১,১০০ টাকার মধ্যে৷ লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষা ও সব শেষে মেডিক্যাল টেস্টের মাধ্যমে সফলদের বেছে নেওয়া হবে৷ এই পোস্টের জন্য আবেদন করতে লাগবে ১০০০ টাকা৷ সংরক্ষিতরা ছাড় পাবেন৷ বিস্তারিত জানতে Border Security Force-র ওয়েবসাইট দেখুন৷