উচ্চ প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি! SSC-র নাম ভাঁড়িয়ে ২টি জাল ওয়েবসাইটের প্রতারণা

আজ বিকেল: স্কুল সার্ভিস কমিশনের আইনি হুঁশিয়ারি উপেক্ষা করে রমরমিয়ে চলেছে নকল ওয়েবসাইট৷ আজ বিকেল ডট কমের তরফে ‘সাবধান! SSC-র নাম ভাঁড়িয়ে বাজারে ছড়াল জাল ওয়েবসাইট’ শীর্ষক প্রতিবেদনে বেশ কিছু তথ্যপ্রমাণ পেশ করে প্রথম কমিশনের নাম ভাঁড়িয়ে নকল ওয়েবসাইট চালু হওয়ার খবর প্রকাশি হয়৷জানানো হয়, wbsscresult নামের একটি ফেস সাইট ছড়িয়ে পড়েছে বাজারে৷ খবর প্রকাশিত

উচ্চ প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি! SSC-র নাম ভাঁড়িয়ে ২টি জাল ওয়েবসাইটের প্রতারণা

আজ বিকেল: স্কুল সার্ভিস কমিশনের আইনি হুঁশিয়ারি উপেক্ষা করে রমরমিয়ে চলেছে নকল ওয়েবসাইট৷ আজ বিকেল ডট কমের তরফে সাবধান! SSC-র নাম ভাঁড়িয়ে বাজারে ছড়াল জাল ওয়েবসাইট’ শীর্ষক প্রতিবেদনে বেশ কিছু তথ্যপ্রমাণ পেশ করে প্রথম কমিশনের নাম ভাঁড়িয়ে নকল ওয়েবসাইট চালু হওয়ার খবর প্রকাশি হয়৷জানানো হয়, wbsscresult নামের একটি ফেস সাইট ছড়িয়ে পড়েছে বাজারে৷ খবর প্রকাশিত হওয়ার পর নকল ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় হয় কমিশনের তরফে৷ কিন্তু, কোথায় কী? কমিশনের হুঁশিয়ারির পর westbengalcentralssc ডট কম নামের আরও একটি জাল সাইট কমিশনের নাম ভাঁড়িয়ে অবাধে চলায়ি যাচ্ছে প্রতারণা৷ সম্প্রতি, ওই নকল ওয়েবসাইটে উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ভুয়ো বিজ্ঞপ্তি প্ৰকাশ করা হয়েছে বলে অভিযোগ তুললেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ ফলে, ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে৷

উচ্চ প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি! SSC-র নাম ভাঁড়িয়ে ২টি জাল ওয়েবসাইটের প্রতারণাকিন্তু প্রশ্ন উঠছে, প্রায় মাস দুয়েক হয়ে গেলেও কেন কোনও পদক্ষেপ নিতে পারল না কমিশন? আইনি হুঁশিয়ারি দেওয়ার পরও কীভাবে রমরমিয়ে চলছে ভুয়ো ওয়েবসাইট? এভাবে আর কতদিন প্রতারিত হতে হবে চাকরিপ্রার্থীদের? কেননা, নিয়োগ সংক্রান্ত নানান জটিলতায় চূড়ান্ত উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ তার মধ্যেই যদি জাল ওয়েবসাইটের মাধ্যমে ভুয়ো বিজ্ঞপ্তি এভাবে প্রকাশিত হতে থাকলে, তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে এর দায় নেবে কেন? আজ বিকেল সমস্ত পাঠকদের কাছে একটাই আর্জি, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/) নজর রাখুন৷

উচ্চ প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি! SSC-র নাম ভাঁড়িয়ে ২টি জাল ওয়েবসাইটের প্রতারণা

গত ২৯ ডিসেম্বর আজ বিকেল ডট কমে প্রকাশিত প্রতিবেদনটি ফের তুলে ধরা হল৷

সাবধান! স্কুল সার্ভিস কমিশনের নামে জাল ওয়েবসাইট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অবিকল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট নকট করে wbsscresult  নামের একটি ওয়েবসাইট চাকরিপ্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে করেছে৷ ওই ওয়েবসাইটে বিভ্রান্তিকর ‘বিজ্ঞপ্তি’ সাঁটানো রয়েছে৷ কিন্তু, কীভাবে বুঝবেন ওয়েবসাইটটি জাল?

অনুসন্ধান করে জানা গিয়েছে wbsscresult  নামের একটি ওয়েবসাইট সম্প্রতি খোলা হয়েছে৷ যার ডোমেন আইডি 2052407898_DOMAIN_COM-VRSN৷ ওয়েবসাইটের মালিকের নাম, ঠিকা পরিচয় পুরোপুরি গোপন রাখা হয়েছে৷ কিন্তু, তা সত্ত্বেও বেশ কিছু তথ্য হাতে এসেছে আজ বিকেল ডট কমের হাতে৷ জানা গিয়েছে, godaddy.com থেকে কেনা হয়েছে ডোমেনটি৷ ডোমেন, অর্থাৎ সংশ্লিষ্ট সাইটটির নাম বিক্রি হয়েছে গোড্যাডি নামক আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে৷ রয়েছে একটি ফোন নম্বর৷ ৪৮০-৬২৪-২৫০৫৷ মূলত, অ্যারিজোনার ফোন নম্বরের শুরু হয় ৪৮০ দিয়ে৷ এক্ষেত্রেও যে নম্বরটি দেওয়া হয়েছে, সেটি মার্কিন দেশের৷ ২০১৬ সালে কেনা এই ডোমেনটি হঠাৎ কীভাবে বাজারে ছেয়ে গেলে তা নিয়েও রয়েছে সংশয়৷

মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশনের নাম ভাঙিয়ে যদি কোনও ওয়েবসাইট চোখে পড়ে অবশ্যই প্রশাসনের নজরে আনুন৷ এবং স্কুল সার্ভিস কমিশনের সমস্ত বিজ্ঞপ্তি দেখতে www.westbengalssc.com এই ওয়েবসাইটেই নজর রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − ten =