BREAKING: শিক্ষক নিয়োগে জোড়া স্থগিতাদেশ হাইকোর্টে, কাউন্সেলিংয়ে ব্যাপক বদল SSC-র

BREAKING: শিক্ষক নিয়োগে জোড়া স্থগিতাদেশ হাইকোর্টে, কাউন্সেলিংয়ে ব্যাপক বদল SSC-র

কলকাতা: দীর্ঘ মামলা জটে থমকে গিয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ৷ এবার কলকাতা হাইকোর্টে জোড়া স্থগিতাদেশ জারি হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর৷ অন্যদিকে দ্রুত মামলা নিষ্পত্তি ঘটাতে স্পেশাল কোর্টের আবেদন জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কাউন্সেলিং প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনার কথা সুপারিশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বদলে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কাউন্সিলিং প্রক্রিয়া৷ এবার অনলাইনের মারফত নেওয়া হবে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং৷ শিক্ষক নিয়োগের কাউন্সিলিং হবে অনলাইনের মাধ্যমে৷ এতদিন কমিশনের দফতরে গিয়ে স্কুল বাছাই করতে হতো চাকরিপ্রার্থীদের৷ কিন্তু করোনা সংক্রমণে কথা মাথায় রেখে এবার থেকে অনলাইনে করা যাবে সেই পদ্ধতি৷ নিজেদের সুবিধামত যে কোন জায়গা থেকে প্রার্থীরা অনলাইনে স্কুল বাছাই করতে পারবেন৷ ১৪ হাজারের বেশি শূন্যপদে অনলাইনে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কমিশন৷

অন্যদিকে , দীর্ঘ মামলার জট থমকে থাকা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি নিষ্পত্তি ঘটাতে কলকাতা স্কুল সার্ভিস কমিশনের তরফে বিশেষ কোর্টের জন্য আবেদন জানানো হয়েছে৷ স্পেশাল কোর্টে দ্রুত মামলার নিষ্পত্তি ঘটানোর আর্জি জানানো হয়েছে৷

আজ ছিল উচ্চ প্রাথমিকে শিক্ষক মামলার একটি শুনানি৷ সেই মামলায় ফের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলায় ১০ হাজারের বেশি মামলাকারী মামলা করেছিলেন৷ একাধিক অভিযোগ রয়েছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে৷ ভানু রায়ের মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরি নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছেন৷ ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও ভাবেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাবে না৷

কী অভিযোগ? ভানু রায় মামলায় অভিযোগ তোলা হয়েছে,   পরীক্ষা তিন বছর পর উচ্চ প্রাথমিকে ফরম ফিলাপ করা হয়েছে৷ ফরম ফিলাপ না করিয়ে উচ্চ প্রাথমিকে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে৷

অন্যদিকে আরও একটি মামলায় ২০১৯ সালে পয়লা অক্টোবর প্রথম এই মামলার উপর বিচারপতি  মৌসুমী ভট্টাচার্য নিয়োগের উপর স্থগিতাদেশ দেন৷ সেই মামলায় গত ৭ আগস্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বহাল রেখেছেন৷ মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিবেক চৌধুরি স্থগিতাদেশের জেরে নতুন করে নিয়োগ আরও অনিশ্চিত হয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 18 =