শর্তসাপেক্ষে নিয়োগ হতে পারে, চাকরির ভবিষ্যৎ রায়ের ওপর! বলল হাইকোর্ট

শর্তসাপেক্ষে নিয়োগ হতে পারে, চাকরির ভবিষ্যৎ রায়ের ওপর! বলল হাইকোর্ট

কলকাতা: স্বাস্থ্য দফতরের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। জানান হল, আদালতের রায়েই নির্ভর করবে চাকরির ভবিষ্যৎ। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর শর্তসাপেক্ষে নিয়োগ করতে পারবে। এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে রাতভর অবস্থানে ছিল টেট-উত্তীর্ণরা, সকালে সরাল পুলিশ

রাজ্য স্বাস্থ্য দফতরে ১১ হাজার ৫২১ শূন্য পদ তৈরি আছে বলে জানা গিয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ভিত্তিক ও পার্ট টাইম কর্মী হিসাবে এই পদ গুলিতে নিয়োগ হবে। কিন্তু এখানেও সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আসলে নিয়োগের জন্য রাজ্যের সব জেলায় কমিটি তৈরি হয়েছে। কিন্তু অভিযোগ, প্রতিটি কমিটির চেয়ারম্যান হিসাবে নেতা, মন্ত্রী ও শাসক দল ঘনিষ্ঠদের নিয়োগ করা হয়েছে। এভাবে স্বচ্ছ নিয়োগ হবে না বলেই আওয়াজ তোলা হচ্ছে এবং একই সঙ্গে এই কমিটি বাতিলের দাবি তোলা হয়েছে। সেই প্রেক্ষিতেই আদালতে মামলা হয়।

মামলা দায়ের করে জানান হয়েছে, এই সিলেকশন কমিটিতে চিকিৎসক নেই মালদহ জেলা ছাড়া। শুনানিতে রাজ্য সরকারের কাছে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচরপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এর মধ্যে কোনও নিয়োগ হলে মামলার রায়ের ওপর ওই নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে বলেও স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =