চাকরির ফর্মে ‘সামান্য ভুল’, নিয়োগ পেয়েও হাতছাড়া! হাইকোর্টে স্বস্তি যুবকের

চাকরির ফর্মে ‘সামান্য ভুল’, নিয়োগ পেয়েও হাতছাড়া! হাইকোর্টে স্বস্তি যুবকের

 

কলকাতা: চাকরির আবেদন ইদানীংকালে অনলাইন নির্ভর হয়ে গিয়েছে৷ অনলাইনে ফর্ম পূরণ কেউ নিজে করেছেন,  কেউ বা আবার ডেটা এন্ট্রি অপারেটরের সাহায্য নেন৷ কিন্তু, সেই ডেটা এন্ট্রি অপারেটর ছোট্ট একটি ভুলের পরিণাম কী হতে পারে, তা এবার বেমালুম টের পেলেন কুলদীপ শাহ নামের এক চাকরিপ্রার্থী৷

জানা গিয়েছে, কুলদীপের জন্ম এপ্রিলের ৩০ তারিখ৷ কিন্তু, ফর্মে দেওয়া হয় ১৩ এপ্রিল৷ জন্মের তারিখ ভুল হওয়ার কারণে সিএপিএফ কনেস্টবল পদের চাকরির পরীক্ষায় সফল হলেও চাকরি খোয়ালেন এক চাকরিপ্রার্থী৷ চাকরি ফিরে পেতে  কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করেন ওই চাকরিপ্রার্থী৷ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ কর্তৃপক্ষের ওই সিদ্ধান্ত খারিজ করে নির্দেশ দিয়েছেন, ওই প্রার্থীর জন্মতারিখ সংশোধন করে ৮ সপ্তাহের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিতে হবে৷

জানা গিয়েছে, নিয়োগ পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড হাতে পেয়ে প্রথম ওই ভুল নজরে আসে কুলদীপের৷ সেই ভুল শোধরানোর জন্য কল্যাণী আদালত এফিডেফিট করিয়ে রাখেন তিনি৷ নিয়োগের সময় সেই হলফনামা জমা নেওয়া হলেও নিয়োগ সংস্থার তরফে তা গ্রহণ করা হলেও কার্যকর হয়নি বলে অভিযোগ৷ পরবর্তী মেডিক্যাল পরীক্ষায় পর ওই প্রার্থীকে জানানো হয়, জন্ম তারিখে ভুল থাকায়র কারণে তাঁর প্রার্থীপদ বাতিল করা হয়েছে৷ এরপর চাকরি ফিরি পাওয়ার দাবিতে মামলা দায়ের করেন হাইকোর্টে স্টাফ সিলেকশন কমিশনের বিরুদ্ধে৷ কমিশনের তরফে জানানো হয়, ভুল প্রার্থীই করেছেন, ফলে, তার প্রার্থীপদ বাতিল করা হয়েছে৷ এবার সেই ভুল সংশোধনেরও সুযোগ দিল আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *