TET: প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

TET: প্রাথমিকে সাড়ে ১৬ হাজার শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

 

কলকাতা: উচ্চ প্রাথমিকের মতো এবার প্রাথমিকেও শিক্ষক নিয়োগে বড়সড় ধাক্কা খেল রাজ্য৷ ভোটে মুখে সাড়ে ১৬ হাজার শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা থাকলেও তা আপাতত স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আর তাতেই নিয়োগ ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক৷

২০১৪ সালের প্রাইমারি টেটের অস্বচ্ছ মেধাতালিকা প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী৷ তাঁদের অভিযোগ, মেধাতালিকার কোনও পূর্ণঙ্গা তালিকা প্রকাশ করা হয়নি৷ শুধুমাত্র রোল নম্বর দিয়ে সফর প্রার্থীরা একমাত্র জানতে পারছেন, তিনি ডাক পাচ্ছেন কি না৷ মেধাতালিকা, প্যানেল না থাকার অভিযোগ তোলা হয়৷ মেধাতালিকায় অস্বচ্ছ অভিযোগ সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টে৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছেন৷ মামলার নিষ্পত্তি না হওয়া স্থগিতাদেশ বহাল থাকবে৷ আগামী ৪ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হওয়ার কথা৷

হাইকোর্টের এই নির্দেশে চরম অনিশ্চিত টেটের নিয়োগ৷ একই সঙ্গে কার্যত অনিশ্চিত সাড়ে ১৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ৷ তার উপর রয়েছে নির্বাচন৷ সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসের প্রথম সপ্তাহ ৭ তারিখের মধ্যে ভোটের দিন ঘোষণা হয়ে যেতে পারে বলে আজ অসম থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী৷ যদি ৭ মার্চের মধ্যে ভোটের ঘোষণা হয়ে যায়, তাহলে চালু হয়ে যাবে নির্বাচনী বিধিনিষেধ৷ সেক্ষেত্রে ঝুলে যাওয়া এই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাংলায় হাজার হাজার চাকরিপ্রার্থী৷

এর আগে চূড়ান্ত অনিয়মের অভিযোগে বাতিল হয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া৷ সেই নিয়োগ নতুন করে শুরু হয়েছে৷ এবার উচ্চ প্রাথমিকের জট পুরোপুটি কাটতে না কাটতেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের৷ যদিও, এই নিয়োগে যে সমস্যা আছে, তা বোঝা গিয়েছিল কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তির পর৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ঘিরে জেলায় জেলায় তৈরি হয়েছিল বিক্ষোভ৷ এবার সেই ক্ষোভ-বিক্ষোভের পর সরাসরি নিয়োগের উপর স্থগিতাদেশ রাজ্যের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ চলতি বছরের শুরুতে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সাড়ে ১৬ হাজার প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে৷ কিন্তু, নিয়োগ প্রক্রিয়া শুরু হতে না হতেই ধাক্কা৷ যদিও এই নিয়োগ ঘিরে প্রথম থেকেই ছিল বিতর্ক৷ মামলা প্রসঙ্গে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =