SLST নিয়োগ দুর্নীতিতে CBI তদন্তের নির্দেশ, সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভশন বেঞ্চে রাজ্য

SLST নিয়োগ দুর্নীতিতে CBI তদন্তের নির্দেশ, সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভশন বেঞ্চে রাজ্য

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

 কলকাতা: গতকাল সোমবার এসএলএসটি (SLST) নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে  আবেদন জানাল রাজ্য সরকারের। রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছে রাজ্য। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি, CBI তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

সোমবার এসএলএসটি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের দাবি, এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করুক বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিকে, এসএলএসটি নবম-দশমের নিয়োগ দুর্নীতির রহস্যভেদে ২৮ মার্চ মধ্যে সিবিআই-কে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
 

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরকেএই মামলায় অনুসন্ধানের নির্দেশ দেন। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, সিবিআই যেমন এই দুর্নীতির সঙ্গে জড়িতদের খুঁজে বার করবে, তেমনই অভিযোগকারীদের সঙ্গেও কথা বলবে৷ আদৌ কী ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করবে। অভিযোগ, নিয়োগের পিছনে আসলে টাকার খেলা চলেছে। পাশ করতে না পারা প্রার্থীদেরও চাকরি পাইয়ে দেওয়া হয়েছে৷ অথচ মেধা তালিকায় থাকা প্রার্থীরা বঞ্চিত৷ এমনকী তালিকার প্রথম দিকে না থাকা প্রার্থীরা ডাক না পলেও চাকরি পেয়েছে তালিকায় নীচের দিকে নাম থাকা প্রার্থীরা৷ আবেদনকারীদের প্রশ্ন, কীভাবে এটা সম্ভব হল? এসএসসি-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা।