শিক্ষক নিয়োগে মেধাতালিকা বিভ্রাট, SSC-কে সমালোচনায় হাইকোর্টের

কলকাতা: প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও আধ নম্বর কেটে নেওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে৷ আর সেই কারণে প্যানেলের নাম না হওয়ায় কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট ঘুরে সেই মামলা ফের এল হাইকোর্টে৷ মামলার শুনানিতে এবার এসএসসির ভূমিকা নিয়েই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানিয়েছেন, মামলাকারীর সংশ্লিষ্ট উত্তরপত্রের পুনর্মূল্যায়ন চার

7a9bf97c725b2950be9ed7425ec0171b

শিক্ষক নিয়োগে মেধাতালিকা বিভ্রাট, SSC-কে সমালোচনায় হাইকোর্টের

কলকাতা: প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও আধ নম্বর কেটে নেওয়ার অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে৷ আর সেই কারণে প্যানেলের নাম না হওয়ায় কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট ঘুরে সেই মামলা ফের এল হাইকোর্টে৷ মামলার শুনানিতে এবার এসএসসির ভূমিকা নিয়েই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের৷

কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানিয়েছেন, মামলাকারীর সংশ্লিষ্ট উত্তরপত্রের পুনর্মূল্যায়ন চার সপ্তাহের মধ্যে করতে হবে৷ বিশেষজ্ঞকে দিয়ে পুনর্মূল্যায়ন করাতে হবে উত্তরপত্র৷ মামলাকারীর প্রাপ্ত নম্বর বাড়লে ওই চাকরিপ্রার্থীকে ডাকতে হবে বলেও কমিশনকে নির্দেশ হাইকোর্টের৷  নিশ্চিত করতে হবে৷

অভিযোগ, ২০১১-তে হুগলির গৌরহাটির চন্দন ৬০ নম্বরের অবজেক্টিভ পরীক্ষায় পান ৪০৷ অ্যাকাডেমিক স্কোর  যোগ করে তাঁর মোট প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে ৬১৷ কিন্তু, মেধাতালিকায় শেষতম ব্যক্তির মোট নম্বর ৬৩৷ তাঁর দাবি,  চারটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও আধ নম্বর করে দু’নম্বর কেটে নেওয়ার হয়েছে৷ ফলে, তিনি মেধা তালিকায় স্থান পাননি৷ এই অভিযোগ তুলে দায়ের হয় মামলা৷ ২০১৭ সালের ৪ মে হাইকোর্ট মামলকারীর উত্তরপত্র পুনর্মূল্যায়নের নির্দেশ দিলেও কমিশন তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে৷ কমিশন সুপ্রিম কোর্টে একটি মুখবন্ধ খামে রিপোর্টও জনা করে৷ দেশের শীর্ষ আদালত জানায়, পুনর্মূল্যায়নে কোনও নম্বর বাড়েনি৷ পরে গোটা মামলাটি বিষয়টি ফের কলকাতা হাইকোর্টকে ফিরিয়ে দেওয়া হয়৷ এবার নতুন করে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে কমিশনকে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *