কলকাতা: হ্যাকার হানার ২৪ ঘন্টা পর স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট ফের চালু হল৷ হ্যাকার হানার জন্য রবিবার বোর্ডের ওয়েবসাইটটি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ মেরামতি করে সোমবার বেলা ১১টা নাগাদ ফের সেটি চালু করা হয়৷
এদিকে, কারা এই হানার পিছনে রয়েছে, তা খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছে বোর্ড৷ সূত্রের খবর, একাধিক সন্দেহজনক আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া গিয়েছে, যেখান থেকে বহুবার এই ওয়েবসাইটে ঢোকা হয়েছে এবং হ্যাক করার চেষ্টা চলেছে৷ এর মধ্যে কলকাতার একটি আইপি অ্যাড্রেসও রয়েছে৷ এদিন এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান ডাঃ রাজেন পাণ্ডে বলেন, আমরা গোটা ঘটনার সঙ্গে যেসব আইপি অ্যাড্রেস জড়িত, সেগুলি খুঁজে বের করছি৷ আর দু’-তিনদিন সময় লাগবে৷ তারপর সেইসব তথ্য সহ সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাব৷