কলকাতা: আদালত অবমাননা মামলায় SSC-কর্তাকে জেলে ভরার হুমকি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নবম-দশমে মেধা তালিকা প্রকাশের দির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্টে৷ হলফনামা আকারে মেধাতালিকা পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দেশ না মানলে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে জেলে পাঠানোর হুঁমিকও দেন বিচারপতি মান্থা৷
আজ সোমবার কমিশনের চেয়ারম্যানকে আদালতে তলব করা হয়৷তলব পেয়ে আদালতে যান স্কুল সার্ভিস কমিশনের সচিব৷শুরু হয় মামলা শুনানি৷ শুনানিতে, বিচারপতি জানতে চান, কেন নবম-দশমে মেধা তালিকা প্রকাশ করা হয়নি৷ এই প্রশ্নের জবাবে, সচিব বলেন, নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে৷ কমিশনের জবাবে তীব্র বিরোধিতা করেন মমলাকীদের আইনজীবী৷ তাঁদের তরফে অভিযোগ তোলা হয়, নবম-দশমে শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ না করেই নিয়োগ হয়েছে৷ এরপরই কমিশনকে কড়া সমালোচনা করে আদলত৷ কোন পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করা হল না, তাও কমিশনের তরফে কৈফিয়ত তলব করেন বিচারপতি রাজশেখর মান্থা৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নবম-দশমে মেধা তালিকা প্রকাশের দির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্টে৷ হলফনামা আকারে মেধাতালিকা পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দেশ না মানলে স্কুল সার্ভিস কমিশনের সচিবকে জেলে পাঠানোর হুঁমিকও দেন বিচারপতি মান্থা৷