কলকাতা: কনস্টেবল পদে নিয়োগপত্র বিলি হওয়ার ২৪ ঘণ্টা আগেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য৷ পুরুষ কনস্টেবল পদে আপাতত কোন নিয়োগ নয় বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আর তার জেরে থমকে গেল প্রায় ৮ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া৷ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোন নিয়োগ নয় বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত৷
জানা গিয়েছে, প্রায় ৮ হাজার শূন্যপদে কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে ২০১৯ সালে পরীক্ষা হয়৷ নিয়োগে ‘দুর্নীতি’ হয়েছে, এই অভিযোগে মামলা করেন ৩৭৪ পরীক্ষার্থী৷ মামলাকারীদের অভিযোগ, ইন্টারভিউতে উত্তীর্ণ হলেও প্যানেলে তাদের নাম ছিল না৷ মূলত এই অভিযোগ তুলে মামলা হয় স্যাটে৷ সেখানে রায় যায় মামলাকারীদের বিরুদ্ধে৷ স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরীক্ষার্থীরা৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন, স্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করতে হবে৷ কিন্তু এমাসের ১৮ তারিখ স্যাট জানিয়ে দেয়, তাদের একজন বিচারপতি থাকায় তারা মামলা শুনতে পারবেন না৷
আদালত সূত্রে খবর, পরীক্ষার্থীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন দ্রুত শুনানির আর্জি জানান৷ বেঞ্চে আর্জি জানান হয়, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য সফলদের নিয়োগপত্র পাঠাতে শুরু করবেন৷ সেক্ষেত্রে আজ এই মামলা শোনা হোক৷ বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, স্যাটের নির্দেশ ছাড়া আপাতত কোন নিয়োগ নয়৷ ফলে আপাতত প্রায় আট হাজার সফল প্রার্থীর নিয়োগ ঝুলে রইল৷ স্যাটের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিয়োগের উপর স্থগিতাদেশের ঘটনা চিন্তা বেড়েছে সফল চাকরিপ্রার্থীদের৷