কলকাতা: দেখা নেই মহার্ঘ ভাতা৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে বেতন কমিশনের ভবিষ্যৎ৷ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই সাত মাস বাড়ানো হয়েছে৷ আর তার জেরে দীর্ঘ হচ্ছে বেতন বঞ্চনার ক্ষোভ৷ বেতন কমিশন কার্যকর করার দাবিতে ইতিমধ্যেই বিধানসভার সবর হয়েছেন বিরোধীরা৷ দীর্ঘদিন ধরে বেতন অসন্তোষ প্রভাব পড়েছে ইভিএমে৷ ভোট গণনায় দেখা গিয়েছে, ব্যাটল পেপারে বিজেপির দখলে গিয়েছে অন্তত ৩৪টি আসন৷ নির্বাচন কমিশনের তথ্য দেখে মাথায় হাত শাসক শিবিরের৷ এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ কিছুটা মেটাতে ছুটির ঘোষণা রাজ্য সরকারের!
আজ, বৃহস্পতিবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে সরকারি থেকে আধা সরকারি ও পুরসভা থেকে সরকারি সমস্ত স্কুলে হাফ ছুটি থাকবে৷ আগামী বুধবার দুপুর দু’টোর পর থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে ছুটি হয়ে যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ গত বছরও বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে একই ভাবে সরকারি কর্মীদের হাফ ছুটি ঘোষণা করা হয়৷ (এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি- wbfin.nic.in/writereaddata/5266-F(P2).pdf)
এক নজরে দেখেনিন, চলতি বছরের শেষ তৃতীয় ত্রৈমাসিকের ছুটির তালিকা৷ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২৯ দিন ছুটি রয়েছে৷ যদিও, আগেই এই তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর৷ কিন্তু, সামনেই পুজো৷ কিছু দিন পর থেকেই শুরু হয়ে যাবে উৎসবের মরসুম৷ ফলে, উৎসব শুরু হওয়ার আগে এবার একনজরে দেখেনিন, বছর শেষের তিন মাসের ছুটির তালিকা৷
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব শিক্ষা পার্থ কর্মকারের সই করা গত নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহালয়া উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর শনিবার ছুটি দেওয়া হয়েছে৷ গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২ অক্টোবর বুধবার ছুটি৷ দুর্গাপুজোয় পঞ্চমী থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত টানা ২৩ দিনের ছুটি মিলবে৷ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে৷ এরপর ছট পুজো ২ নভেম্বর শনিবার ছুটি৷ গুরু নানকের জন্মদিনে ১২ নভেম্বর মঙ্গলবার ছুটি দেওয়া হয়েছে৷ এরপর বড়দিন ২৫ ডিসেম্বর বুধবার ছুটি দেওয়া হয়েছে৷