অধরা DA, কার্যকর বর্ধিত MLA ভাতা! অনুমোদন রাজ্যপালের

কলকাতা: রাজ্যের মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়ানো সংক্রান্ত বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীশ ধনখড়৷ রাজ্যপালের অনুমোদনে বিধায়ক ভাতা বাড়তে চলেও, ডিএ মামলার রায় ঘোষণার এক মাস কেটে গেলেও অমিল তৎপরতা৷ এর এই নিয়ে নতুন করে ক্ষোভ জমছে সরকারি কর্মীমহলে৷ বিধায়কদের ভাতা বাড়ানো সংক্রান্ত বিলে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল৷ জানা গিয়েছে, এর জেরে খুব শীঘ্রই বিলটি আইনে পরিণত

অধরা DA, কার্যকর বর্ধিত MLA ভাতা! অনুমোদন রাজ্যপালের

কলকাতা: রাজ্যের মন্ত্রী-বিধায়কদের ভাতা বাড়ানো সংক্রান্ত বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীশ ধনখড়৷ রাজ্যপালের অনুমোদনে বিধায়ক ভাতা বাড়তে চলেও, ডিএ মামলার রায় ঘোষণার এক মাস কেটে গেলেও অমিল তৎপরতা৷ এর এই নিয়ে নতুন করে ক্ষোভ জমছে সরকারি কর্মীমহলে৷

বিধায়কদের ভাতা বাড়ানো সংক্রান্ত বিলে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল৷ জানা গিয়েছে, এর জেরে খুব শীঘ্রই বিলটি আইনে পরিণত হবে৷ রাজ্য বিধানসভার অধিবেশন রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের ভাতা বাড়ানোর এই বিলটি পেশ করা হয়৷ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এই বিল৷

বিধায়কদের দৈনিক ভাতা হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে৷ মন্ত্রীদের দৈনিক ভাতা দু’হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংশোধনী বিলটিরও অনুমোদন দিয়েছেন রাজ্যপাল৷ ফলে রাজ্যের বিদ্যালয়ের উপাচার্যের বয়স সীমা বের হচ্ছে ৭০ বছর৷

অন্যদিকে, মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা হওয়ার ৩১ দিন পর অবশেষে প্রথম পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার মহার্ঘ ভাতার রায়ের কপি বিকাশ ভবনে স্যাটের অফিস থেকে সংগ্রহ করা হয়েছে৷ এবার কি আইনি পথে যাচ্ছে রাজ্য? তুঙ্গে জল্পনা৷

গত ২৬ জুলাই মহার্ঘ ভাতার মামলার রায় ঘোষণা করা হয়৷ রায় ঘোষণার ঘোষণার ৩১ দিন পর সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার রায়ের সার্টিফাইড কপি তোলা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷ সরকারি সূত্রে খবর, রায়ের সার্টিফাইড কপি তোলা পর এবার আইনগত দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার৷ স্যাটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ রয়েছে রাজ্য সরকারের কাছে৷ নতুন করে পিটিশন দায়ের জন্য স্যাটেলাইট সার্টিফিকেট প্রয়োজন হয়৷ এর আগে হাইকোর্টের নির্দেশে মামলা স্যাটে ফেরত পাঠানো হয়৷ দীর্ঘ সওয়ালের পর রায় ঘোষণা করা হয়৷

ইতিমধ্যেই স্টেট গভমেন্ট এমপ্লয়িজের তরফে রাজ্য সরকারের কাছে রায়ের প্রতিলিপি নবান্নে জমা দিয়েছে৷ যদিও এই রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্যের তরফে জানানো হলেও তিন মাসের সময় রয়েছে রাজ্যের হাতে৷ সংশ্লিষ্ট মহল মনে করছে, এখনই মহার্ঘ ভাতা নিয়ে কোনও পদক্ষেপ নিতে চাইছে না রাজ্য৷ বরং ধীরগতিতে সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার পথে হাঁটতে পারে রাজ্য সরকার৷ স্যাট আগেই রায় ঘোষণা করে জানিয়েছিল, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে তিন মাসের মধ্যে নীতি ঘোষণা করতে হবে রাজ্যকে৷

বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারদের৷ কেন্দ্রের হারে দিতে হবে মহার্ঘ ভাতা৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগে ছয় মাসের মধ্যে সেই বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে বলেও জানানো হয়৷ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য পিএফ অথবা নগদে সেই টাকা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেয় স্যাট৷ কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এখনও জমা পড়েনি৷ ফলে, বকেয়া মহার্ঘ ভাতা কবে মিলবে? নাকি, আইনি জটিলতা তৈরি হবে? তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে কর্মীমহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *