PF থেকে গ্র্যাচুইটি, চাকরিজীবীদের জন্য নয়া বিল কেন্দ্রের

নয়াদিল্লি: বছর শেষে চাকরিজীবীদের অস্বস্তি বাড়িয়ে নয়া বিল পেশ কেন্দ্রের৷ পিএফ থেকে শুরু করে গ্র্যাচুইটি, বড়সড় খবর পেতে চলেছেন দেশের কর্মরত কয়েক কোটি চাকরিজীবী৷ কেন্দ্রের নয়া বিলে জানানো হয়েছে, এখন থেকে মোট বেতনের ১২ শতাংশের বদলে ১০ শতাংশ হারে পিএফ কাটাতে পারবেন কর্মীরা৷ একই সঙ্গে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ পাঁচ বছরের কম থারা কর্মীরাও এখন থেকে

PF থেকে গ্র্যাচুইটি, চাকরিজীবীদের জন্য নয়া বিল কেন্দ্রের

নয়াদিল্লি: বছর শেষে চাকরিজীবীদের অস্বস্তি বাড়িয়ে নয়া বিল পেশ কেন্দ্রের৷ পিএফ থেকে শুরু করে গ্র্যাচুইটি, বড়সড় খবর পেতে চলেছেন দেশের কর্মরত কয়েক কোটি চাকরিজীবী৷

কেন্দ্রের নয়া বিলে জানানো হয়েছে, এখন থেকে মোট বেতনের ১২ শতাংশের বদলে ১০ শতাংশ হারে পিএফ কাটাতে পারবেন কর্মীরা৷ একই সঙ্গে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ পাঁচ বছরের কম থারা কর্মীরাও এখন থেকে গ্র্যাচুইটি পাবেন৷

কর্মচারী রাজ্য বিমা নিগম বা ইএসআইসির চলতি নিয়মেও কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কেন্দ্র৷ সংসদে দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০১৯ বিল পেশ করে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার জানিয়েছেন, কোনও সংস্থায় কর্মচারীর সংখ্যা ১০ জনের কম হলে তাঁরা ইএসআইয়ের আওতায় পড়বেন৷ এতদিন ইপিএফ গ্রাহকরা প্রতি মাসে মূল বেতনের ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতেন৷ এখন তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে৷

কোনও কর্মী চাইলে ১০ শতাংশের বেশি অর্থ ইপিএফ অ্যাকাউন্টে জমা করাতে চাইলে তা করাতে পারেন৷ তবে, মপরিমাণ অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমা করাবেন কি না, ঐচ্ছিক রাখা হয়ে হয়েছে৷ তবে, নূন্যতম ১০ শতাংশ অর্থ সংস্থাকে জমা করানোর বিষয়ে বাধ্যতামূলক করা হয়েছে৷ এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন থেকেই কাটা যাবে ইপিএফ পেনশনের ৮.৩৩ শতাংশ অর্থ৷

একই সঙ্গে ১৯৫২ সালের ইপিএফ অ্যান্ড এমপি অ্যাক্ট থেকে শুরু করে ১৯৪৮ সালের ইএসআই অ্যাক্ট৷ ১৯৭২ সালের পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট-সহ অন্তত ৯টি শ্রম সংক্রান্ত আইনকে এক করে উল্লিখিত কোড বিল পেশ করা হয়েছে৷ সেখানে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ পাঁচ বছরের কম থারা কর্মীরাও এখন থেকে গ্র্যাচুইটি পাবেন বলেও জানানো হয়েছে৷ এমনকি, স্থানী চাকরির ব্যবস্থাও তুলে দেওয়াও প্রস্তাব রয়েছে কেন্দ্রের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 14 =