রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি অর্থ দফতরের!

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি অর্থ দফতরের!

 

কলকাতা:  মুখ্যমন্ত্রীর ঘোষণার ১০ দিন পর সরকারি ভাবে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন৷ তবে, নতুন বছর থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলে দীর্ঘ দিন ধরে আদালতে ঝুলে থাকা বকেয়া মহার্ঘ ভাতা কবে মেটানো হবে, তা এখনও অধরা৷ যদিও, রোপা ২০১৯ জারি করে সেই পথ আগেই মিশে দিয়েছে বেতনের সঙ্গে৷  

আজ অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জানুয়ারিতেই রাজ্য সরকারি কর্মচারীরা আরও এক দফায় ডিএ পাবেন৷ ২০২১ সালের যাদের বেতন ২লক্ষ ১ হাজার টাকা বেসিক পে, সকলে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন৷ পাশাপাশি পুরসভা, পঞ্চায়েতে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন৷ ২০২১-এর পেনশনভোগীরাও অতিরিক্ত টাকা পাবেন৷ আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশ৷ তাতে  ২২০০ কোটি টাকা বাড়তি খরচ হবে রাজ্যের৷ সম্প্রতি নবান্নে সরকারি কর্মচারী সংঠনের সঙ্গে বৈঠকের পর মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ অর্থাৎ নতুন বছর থেকে ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ দেখুন বিজ্ঞপ্তি-  http://www.wbfin.nic.in/writereaddata/3490-F(P2).pdf

তবে, মহার্য ভাতা বাড়লেও এখনও অধরা বকেয়া৷ কেননা, রোপা রুল ২০১৯ জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীরা কোনও বকেয়া টাকা পাবেন না৷ তবে, মহার্ঘ ভাতা এখন কর্মচারীদের বেতনে যুক্ত করে দেওয়া হয় বলে আগেই দাবি করেছে সরকার৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১৯ রোপাতে বলা হয়, মূল বেতন তথা গ্রেড পে ও ব্যান্ড পে যদি কোনও কর্মচারীর বেতন ১০০ টাকা হয়, তাহলে তিনি মহার্ঘ ভাতা-সহ ২২৫ টাকা পাচ্ছেন৷ ষষ্ঠ বেতন কমিশনের চলতি বেতন কাঠামো অনুযায়ী, ২২৫ টাকার উপর ১৪.২ শতাংশ ইতিমধ্যেই বেড়ছে৷ এছাড়া ২০১৬ সাল থেকে ৩ শতাংশ করে আরও ৯ শতাংশ নোশনাল ইনক্রিমেন্ট মিলছে রাজ্য সরকারি কর্মচারীদের৷ এর আগে যে কর্মচারীরা এতদিন মহার্ঘ ভাতা-সহ ২২৫ টাকা পেতেন, তা এখন পাচ্ছেন ২৮০ টাকা ৯০ পয়সা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =