৯,৬২১ শূনপদে গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

কলকাতা: পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ৪৫ টি গ্রামীণ ব্যাঙ্কে ‘গ্রুপ এ অফিসার’ ও ‘গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)’ পদে ৯,৬২১ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য ‘ইন্সটিটিউট অফ বাঙ্কিং পার্সোনাল সিলেকশন’ (IBPS) দরখাস্ত নিচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট (প্রিলিমিনারি ও মেন) পরীক্ষা হবে। এই পরীক্ষায় সফল হলে IBPS ইন্টার্ভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে।

d77986676b0ea7a8bef52b7713c10684

৯,৬২১ শূনপদে গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

কলকাতা: পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের ৪৫ টি গ্রামীণ ব্যাঙ্কে ‘গ্রুপ এ অফিসার’ ও ‘গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)’ পদে ৯,৬২১ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য ‘ইন্সটিটিউট অফ বাঙ্কিং পার্সোনাল সিলেকশন’ (IBPS) দরখাস্ত নিচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট (প্রিলিমিনারি ও মেন) পরীক্ষা হবে। এই পরীক্ষায় সফল হলে IBPS ইন্টার্ভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে।

শিক্ষাগত যোগ্যতা: অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)পদের ক্ষেত্রে: যেকোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল। সঙ্গে যে এলাকার ব্যাঙ্কে নিয়োগ পেতে চান সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং অষ্টম শ্রেণিতে একটি বিষয় হিসেবে পরে থাকতে হবে।।কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার।

অফিসার স্কেল ওয়ান (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)পদের ক্ষেত্রে: যেকোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল। এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকনমিক্স ও অ্যাকাউন্তটান্সি – এই বিষয়গুলিতে যে কোন একটিতে স্নাতক হলে অগ্রাধিকার। সঙ্গে যে এলাকার ব্যাঙ্কে নিয়োগ পেতে চান সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে এবং অষ্টম শ্রেণিতে একটি বিষয় হিসেবে পরে থাকতে হবে।।কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার।

অফিসার স্কেল টু (জেনারেল বাঙ্কিং অফিসার ম্যানেজার)পদের ক্ষেত্রে: মোট অন্তত ৫০% নম্বর সহ যে কোন শাখায় গ্র্যাজুয়েট। এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকনমিক্স ও অ্যাকাউন্তটান্সি – এই বিষয়গুলিতে যে কোন একটিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার। সঙ্গে কোন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার স্কেল টু (স্পেশালিষ্ট অফিসার ম্যানেজার)পদের ক্ষেত্রে:  আই টি অফিসার, চার্টার্ড অ্যাকাউনটান্ত, ল অফিসার, ট্রেজারি ম্যানেজার, মার্কেটিং অফিসার, এগ্রিকালচার অফিসার। সব ক্ষেত্রে স্পেশালাইজেসন ও এম বি এ ডিগ্রি পাশ থাকতে হবে এবং মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকতে হবে। সঙ্গে ১ থেকে ২ বছরের কাজের অভজ্ঞতা থাকা চাই।

অফিসার স্কেল থ্রি (সিনিয়র ম্যানেজার)পদের ক্ষেত্রে:  মোট অন্তত ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে স্নাতক বা সমতুল। বাঙ্কিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকনমিক্স ও অ্যাকাউন্তটান্সি –যে কোন একটিত বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। সঙ্গে কোন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১.৬.২০১৯ তারিখে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ১৮-২৮ বছর। অফিসার স্কেল ওয়ান(অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)পদের ক্ষেত্রে ১৮-৩০ বছর। অফিসার স্কেল টু (জেনারেল বাঙ্কিং অফিসার ম্যানেজার)পদের ক্ষেত্রে ২১-৩২ বছর। অফিসার স্কেল থ্রি (সিনিয়র ম্যানেজার)পদের ক্ষেত্রে ২১-৪০ বছর। তপসিলিরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর, প্রতিবন্ধিরা ১০ বছর এবং বিধবা বা ডিভোর্সি মহিলারা শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৯ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে www.ibps.in  প্রার্থীর একটি চালু ইমেল আইডি থাকা চাই। অনলাইন দরখাস্ত করা যাবে ৪ জুলাই পর্যন্ত। ফী বাবদ দিতে হবে ৬০০ টাকা। তপসিলি ও দৈহিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে ১০০ টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রাক্তন সমরকর্মীদের ১০০ টাকা। আরও তথ্য জানতে দেখুন এই ওয়েবসাইট www.ibps.in ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *