Aajbikel

মহিলাদের স্থায়ী চাকরি দিতে উদ্যোগী রাজ্য, বড় পরিকল্পনা

 | 
নবান্ন

কলকাতা: রাজ্যের ভোটে মহিলাদের গুরুত্ব কতটা তা একটু ভেবে দেখলেই বোঝা যাবে। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাকেন্দ্রিক একাধিক প্রকল্প তো আছেই। সম্প্রতি 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প নিয়ে তো মহিলাদের মধ্যে উচ্ছ্বাস আছেই। তবে শুধু প্রকল্পের ওপর নির্ভর হতে চাইছে না সরকার। রাজ্যের মহিলাদের চাকরির নিশ্চয়তা দিতেও উদ্যোগ নিচ্ছে রাজ্য। সেই প্রেক্ষিতেই ‘উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ গঠন করা হচ্ছে। ইতিমধ্যেই এই ইস্যুতে মন্ত্রিসভার ছাড়পত্র মিলেছে বলেও জানা গিয়েছে।

লক্ষাধিক মহিলার জন্য যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই লক্ষ্যেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর তাই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বাধীন এই ‘উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই ‘প্ল্যাটফর্মে’র সঙ্গে যুক্ত আধিকারিকদের মূল কাজ হল, কোন কোন ক্ষেত্রে মহিলাদের জন্য আরও চাকরির সুযোগ তৈরি করা যায়, তা খতিয়ে দেখা। পাশাপাশি চাকরি এবং কাজ সম্পর্কিত তথ্য মিলিয়ে দেখে কোন কোন ক্ষেত্রে কতজন কাজ করছেন, তার একটি রিপোর্ট তৈরি করা। একই সঙ্গে কোন কোন ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলি বেশি করে মহিলাদের কাজ দিতে পারবে সেটাও খতিয়ে দেখবে এই কমিটি। 

নবান্ন সুত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে গঠন করা হয়েছে এই ‘প্ল্যাটফর্ম’। তারা আবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নারীদের চাকরির পরিবেশ আরও উন্নত করার উদ্যোগও নেবে। আপাতত গোটা বিষয়টি প্রাক-পর্যায়ে থাকলেও আগামী কয়েক মাস বা এক বছরের মধ্যেই এই বিষয়টির কাজ শুরু হবে বলেই আশা করা হচ্ছে। 

Around The Web

Trending News

You May like