কীভাবে বাড়বে কর্মসংস্থান? আছে কত শূন্যপদ? নয়া গাইডলাইন নবান্নের

কীভাবে বাড়বে কর্মসংস্থান? আছে কত শূন্যপদ? নয়া গাইডলাইন নবান্নের

কলকাতা: করোনা আবহে রাজ্যে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বড়বড় উদ্যোগ নিল সরকার৷ ইতিমধ্যে, সুনির্দিষ্ট গাইডলাইন বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে অর্থদফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব৷
নয়া গাইডলাইনে বলা হয়েছে, কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে, তাতে কত মানুষ সরাসরি বা পরোক্ষভাবে উপকৃত হয়েছেন, তা বিস্তারিত জানিয়ে প্রতিটি সরকারি দফতরকে উল্লেখ করতে হবে৷

একই সঙ্গে কত কর্মসংস্থান কিংবা স্থায়ী সম্পদ সৃষ্টি হয়েছে, সেই হিসেবও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরকে৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা পেশ করতে বলা হয়েছে বলে খবর৷
এই মর্মে সুনির্দিষ্ট ফরম্যাটও তৈরি করে দিয়েছে অর্থদফতর৷ ইতিমধ্যেই প্রতিটি দফতরের সচিবের কাছে সেই নির্দেশ পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই বহু সরকারি দফতর নবান্নে এই রিপোর্ট পেশ করে দিয়েছে৷  

দীর্ঘ লকডাউনের কারণে দেশের অর্থনীতিতে গভীর প্রভাব পড়েছে৷ বিশেষ করে ক্ষুদ্র শিল্প, বস্ত্র, কৃষি-সহ একাধিক ক্ষেত্রে৷ এর ফল হয়েছে মারাত্মক৷ গ্রামীণ অর্থনীতি ও জীবনেও প্রভাব পড়েছে৷ রাজ্যের সাধারণ মানুষকে সেই সমস্যা গভীর ভাবে তলিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =