সরকারি দফতরে ঘুঘুর বাসা? কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের সার্কুলার

সরকারি দফতরে ঘুঘুর বাসা? কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের সার্কুলার

21e4925473f394f4e56c8509eeef5779

কলকাতা: নির্বাচনি প্রচার থেকে সরকারি সভা, প্রায় প্রতিটি মঞ্চ ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি৷ সাফ জানিয়ে দিয়েছিলেন, না খাউঙ্গা, না খানে দুঙ্গা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরম হুঁশিয়ারির পরও ব্যাঙ্কের টাকা লুট করে বহু ব্যবসায়ী এখনও পলাতক৷ এই নিয়ে চলছে মামলা৷ এবার করোনা মহামারীর সুযোগ নিয়ে সরকারি দফতরে যাতে দুর্নীতি বাসা না বাঁধতে পারে তা নিশ্চিত করতে এবার নয়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র৷ জারি নয়া সার্কুলার৷

করোনা আবহে সরকারি কর্মীদের দুর্নীতির অভিযোগের বিভাগীয় তদন্ত যাতে কোনও ভাবেই থমকে না যাক, তা নিশ্চিত করতে ‘ভার্চুয়াল’ মাধ্যমে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের কর্মিবর্গ, জন অভিযোগ ও প্রশিক্ষণ মন্ত্রক৷ নয়া এই নির্দেশিকায় ভিডিও কনফারেন্স করে অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশ৷ করোনার বাহানায় সরকারের ‘স্বচ্ছ ভাবমূর্তি’ যাতে কোনও ভাবেই কালিমালিপ্ত না হয়, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা বলে মনে করছেন পর্যেবক্ষক মহলের একাংশ৷

 

কর্মিবর্গ, জন অভিযোগ ও প্রশিক্ষণ মন্ত্রকের এহেন কঠোর মনোভাবের পর নড়েচড়ে বসেছে প্রায় বেশিরভাগ দফতর৷ গত ৫ আগস্টের সার্কুলারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহামারী পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রকের অধীনস্থ বিভাগগুলিতে দুর্নীতি ও শৃঙ্খলাজনিত অভিযোগের তদন্ত থমকে রয়েছে৷ ধীর গতিতে চলছে তদন্ত৷ এটা কখনও কাম্য নয়৷ দ্রুত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সেরে ফেলতে হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *