করোনাকালে লাইফ সার্টিফিকেট জমা দেওযার সময়সীমা আরও বাড়াল সরকার

করোনাকালে লাইফ সার্টিফিকেট জমা দেওযার সময়সীমা আরও বাড়াল সরকার

 

কলকাতা: করোনাকালে পেনশনারদের স্বস্তি দিতে লাইফ সার্টিফিকেট জমা করার মেয়াদ বাড়াল রাজ্য সরকার৷  নিয়ম মেনে ফি বছর নভেম্বর মাসে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি বা ফেমিলি পনসনারদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয়৷ লাইফ সার্টিফিটেক জমা না দিলে আটকে যায় পেনশন৷ কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধ করল রাজ্য সরকার৷  

আরও পড়ুন- কেন থেমে আপার প্রাইমারি নিয়োগ? ফের বিকাশ ভবন অভিযান

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে বয়স্ক মানুষদের সমস্যার কথা বিবেচনা করেই রাজ্যপাল পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ট্রেজারি / পেনশন বিতরণকারী ব্যাঙ্কগুলিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলা হয়েছে৷ তবে এই সময়সীমানর মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না পড়লে মার্চ মাস থেকে পেনশন বন্ধ করে দেওয়া হবে৷ করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এর আগে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২০ করা হয়েছিল৷ পরে তা আরও বাড়িয়ে ২০২১-এর ২৮ ফেব্রুয়ারি করা হল৷ একইভাবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফেও একটি বিবৃতিতে বলা হয়েছে, এপিএফও-র পেনশন প্রাপকরাও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন৷ এর ফলে উপকৃত হবেন ৩৫ লক্ষ পেনশন হোল্ডার৷ এই বর্ধিত সময়ে পেনশন পেতে কোনও অসুবিধা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে৷ 

আরও পড়ুন- ভোটের আগেই লাটে DA প্রাপ্তি! ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

তবে আগামী বছর রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা না হলে নিয়ম অনুসারে পেনশনার/ ফ্যামিলি পেনশনারদের লাইফ সার্টিফিকেট নভেম্বর মাসেই জমা করতে হবে৷ সময় মতো লাইফ সার্টিফিকেট জমা না করলে পেনশন বন্ধ করে দেবে ট্রজারি/পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি৷ এই বছর করোনা সংক্রমণের জেরে বহু পেনশনারের পক্ষেই ব্যাঙ্কে উপস্থিত হয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সম্ভব হচ্ছিল না৷ অনলাইনে জমা দেওয়াও তাঁদের পক্ষে সম্ভবপর হয়নি৷ বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন প্রবীণরাই৷ তাই তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সময়সীমা বাড়ানো হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 18 =