কলকাতা: বেতন কমিশন কার্যকর করার ঘোষণা হলেও রাজ্য সরকারি কর্মচারীরা মোটেই স্বস্তিতে নেই৷ বিভিন্ন কর্মচারী সংগঠন দাবি তুলেছে, বকেয়া বেতনের টাকা দিতে হবে৷ পাশাপাশি তাঁরা মহার্ঘভাতা নিয়েও সরব হচ্ছেন৷ বেতন কমিশন নিয়ে আদালতে যাওয়া নিয়েও জারি দোটানা৷
কর্মচারীদের বক্তব্য, পে কমিশন কমিশনের রাজ্য সরকারি কর্মচারীদের অন্তত ২৫ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার কথা৷ কিন্তু সরকার এ ব্যাপারে উচ্চবাচ্য করছে না বলে অভিযোগ৷ সরকারি কর্মচারী মহলের বক্তব্য, মহার্ঘ ভাতা নিয়ে স্যাটের মামলার রায় ঘোষণা হয়েছে৷ কিন্তু, তা এখনও কার্যকর করা হয়নি৷
কর্মীদের অভিযোগ, নয়া বেতন ঘোষণায় বাড়ি ভাড়া ভাতা ৩ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৫ শতাংশ হারে বাড়িভাড়া পান৷ কিন্তু, অভিযোগ, সরকার আগামী বছর থেকে বাড়ি ভাড়া ১২ শতাংশ হার ধার্য করেছে৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বেতন ব্র্যান্ড পে ও গ্রেড পে ভাগাভাগি আর থাকছে না৷ অবিভক্ত মূল বেতন কাঠামো চালু হবে৷ বেতন কমিশনের সুপারিশে বর্তমানে মূল বেতন ও মহার্ঘভাতার ওপর ১৪.২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে৷ তার উপর ২০১৬ সাল থেকে ৩ বছরে ৩ শতাংশ হারে নোশনাল ইফেক্ট দেওয়া হবে৷ আগে কোনও কর্মটারীর ১০০ টাকার মূল বেতন হলে এখন পাবেন ২৮০ টাকা ৯০ পয়সা৷
এই পরিস্থিতিতে কর্মচারীদের একাংশে সরাসরি আদালতে যাওয়ার কথা ভাবছেন৷ কিন্তু কর্মচারীদের একাংশ আবার সেই রাস্তায় হাঁটার পক্ষপাতী নন৷ তাঁদের বক্তব্য, মামলা হয়ে নয়া বেতন কাঠামো চালু করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে৷ মামলায় স্থগিতাদেশ মিলে গেলে সরকার রক্ষা পেয়ে যাবে৷ ফলে, সরকারকে আর নয়া হারে বেতন দিতে হবে না৷ কর্মীরা সংগঠনগুলির কেউ কেউ মনে করে আদালতে মামলা যাক এটাই সরকার চাইছে৷