ভোটের আগে টানা ৪ দিনের ছুটি সরকারি কর্মীদের

কলকাতা: দোল ও হোলি উপলক্ষ্যে টানা দু’দিন সরকারি ছুটি ঘোষণা রাজ্যের৷ রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে সবুজশান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী৷ দোল ও হোলি উপলক্ষ্যে আগামী ২১ ও ২২ মার্চ সরকারি ছুটি৷ রাজ্য সরকারের দেওয়া ছুটির ক্যালেন্ডার বলছে, ২১ তারিখ বৃহস্পতিবার ও ২২ তারিখ শুক্রবার পড়েছে এবার৷ শনিবার রাজ্যের বেশিরভাগ দপ্তর বন্ধ

d9c1bba29a00db931cf2f34777db8283

ভোটের আগে টানা ৪ দিনের ছুটি সরকারি কর্মীদের

কলকাতা: দোল ও হোলি উপলক্ষ্যে টানা দু’দিন সরকারি ছুটি ঘোষণা রাজ্যের৷ রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে সবুজশান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী৷ দোল ও হোলি উপলক্ষ্যে আগামী ২১ ও ২২ মার্চ সরকারি ছুটি৷

রাজ্য সরকারের দেওয়া ছুটির ক্যালেন্ডার বলছে, ২১ তারিখ বৃহস্পতিবার ও ২২ তারিখ শুক্রবার পড়েছে এবার৷ শনিবার রাজ্যের বেশিরভাগ দপ্তর বন্ধ থাকে৷ রবিবারও ছুটি৷ ফলে, একটানা ৪ দিন ছুটি পাবেন কর্মচারীরা৷ কিন্তু, ভোটের কারণে এখন বেশ কিছু দপ্তরে চলছে প্রবল চাপ৷ জরুরি পরিষেবা বা ভোটের কাজ ছাড়া বাকি দপ্তরের কর্মীরা ৪ দিনের ছুটি পাবেন৷ চার দিনের ছুটি কাটিয়ে ফের ভোটের কাজে নেমে পড়তে হবে কর্মীদের৷ ফলে, ভোটের চাপ শুরু হওয়ার আগে চারদিনের ছুটি চেটেপুটে উপভোগ করে নেওয়ার এটাই শেষ সুযোগ সরকারি কর্মী মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *