বাড়ি বসে মোটা টাকা আয়ের সুযোগ দিচ্ছে রোজগার যোজনা? জানুন, সত্যি না ভুয়ো?

বাড়ি বসে মোটা টাকা আয়ের সুযোগ দিচ্ছে রোজগার যোজনা? জানুন, সত্যি না ভুয়ো?

 

নয়াদিল্লি: কোভিডকালে সোশ্যাল মিডিয়া বা হোয়াটস অ্যাপের মাধ্যমে বহু ভুয়ো খবর পৌঁছেছে মানুষের কাছে৷ তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নানা বাণী হোক বা করোনার সতর্কবিধি৷ তবে দেশের বহু সংবাদমাধ্যম সেই ভুয়ো খবরের পর্দা ফাঁস করে সঠিক তথ্য এনেছে দেশবাসীর সামনে৷ সম্প্রতি এমনই একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে  সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপে৷ খবরটি হল কেন্দ্র সরকার রোজগার যোজনার মাধ্যমে দেশের বেকার যুবক-যুবতীদের চাকরি দিতে চলেছে খুব শীঘ্রই৷ এই রোজগার যোজনা প্রকল্পের দ্বারাই নাকি কেন্দ্রীয় সরকার দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দরজা খুলে দেবে৷ এমনই খবর ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপে৷ কিন্তু এই খবর আদেও কী সত্য? নাকি ফের ভুয়ো খবর মানুষের মধ্যে ছড়িয়ে বোকা বানানো চেষ্টা করা হচ্ছে?

হোয়াটস অ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর৷ যেখানে দেওয়া হয়েছে এই যোজনার মাধ্যমে ঘরে বসেই রোজ ১০০০-২০০০ টাকা রোজগার করতে পারবে যুবক-যুবতীরা৷ একইসঙ্গে এই খবরের শেষে দেওয়া হয়েছে একটি লিঙ্ক৷ যাতে বলা হচ্ছে যারা এই কাজটি করতে ইচ্ছুক তারা যাতে এই লিঙ্কটিতে ক্লিক করে৷ পাশপাশি বলা হয়েছে, অক্টোবরের ২০ তারিখ থেকে এই কাজ শুরু হবে৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি আসলে ভুয়ো খবর৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন কোনও ঘোষণাই করা হয়নি বলে খবর৷ অত্যন্ত আকর্ষণীয় কর্মসংস্থানের এটি খবর হলও আসলে এই খবরটি ভুয়ো৷ একইসঙ্গে খবরটিতে যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া হয়েছে সেটিও ভুয়ো৷

পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে , ভাইরাল এই খবর সম্পূর্ণ ভুয়ো খবর৷ পিআইবি ফ্যাক্ট চেকের টুইটে লেখা হয়, নবরাত্রির আগে এই যে খবর হোয়াটস অ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আসলে সেটি সম্পূর্ণ ভুয়ো একটি খবর৷ একইসঙ্গে জানানো হয়েছে এই ধরণের কোনও ঘোষণাই কেন্দ্রীয় সরকার করেনি৷ ২০১৯ সালে এই ধরণের খবরের সত্যতা বিচার করার জন্য গঠন করা হয়েছিল পিআইবি৷ সেই পিআইবিই তদন্ত করে জানিয়েছে, কর্মসংস্থানের এই খবরটি ভুল খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =