গুণ্ডাদের টাকা দেয় সরকার, কিন্তু কর্মীদের DA হয় না: মোদি

বালুরঘাট: বুনিয়াদপুরের সভা থেকে ফের রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে খুঁচিয়ে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে এসএসসি’র অনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি৷ বলেন, ‘‘গুণ্ডাদের জন্য টাকা দেয় সরকার৷ কিন্তু সরকারি কর্মীদের ডিএ দেওয়ার সময় টাকা থাকে না সরাকের৷’’ এদিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ ক্ষোভে আগুন

গুণ্ডাদের টাকা দেয় সরকার, কিন্তু কর্মীদের DA হয় না: মোদি

বালুরঘাট: বুনিয়াদপুরের সভা থেকে ফের রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে খুঁচিয়ে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে এসএসসি’র অনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি৷ বলেন, ‘‘গুণ্ডাদের জন্য টাকা দেয় সরকার৷ কিন্তু সরকারি কর্মীদের ডিএ দেওয়ার সময় টাকা থাকে না সরাকের৷’’

এদিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ ক্ষোভে আগুন জ্বালিয়ে মোদি বলেন, ‘‘বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়৷’’ ডিএর প্রসঙ্গে ত্রিপুরার কথাও তুলে ধরেন তিনি৷ বিজেপি শাসিত রাজ্যে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর হয়ে গিয়েছে৷ কিন্তু, সপ্তম বেতন কমিশন দূর, ষষ্ঠ বেতন কমিশন ঝুলে৷ তাঁদের ন্যায্য ডিএ দিতে গড়িমশি করছে সরকার৷

সূত্রের দাবি, এভাবে লোকসভা ভোটের আগে প্রায় তিন লাখের বেশি সরকারি কর্মী ও তার পরিবারের সদস্য ধরলে প্রায় ১৫ লক্ষের বেশি মানুষের অসন্তোষকে উস্কে দিতে চেয়েছেন মোদি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে সরকারি কর্মীদের যাবতীয় দাবি-দাওয়া পূরণ করবে। যদিও এই মুহূর্তে রাজ্য কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন ঝুলে রয়েছে। যা গত ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল৷ এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে তীব্র ক্ষোভ রয়েছে৷

শনিবার বুনিয়াদপুরের সভা থেকে ফের পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এসএসসি’র অনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেনও করেন৷ বলেন, ‘‘এখানে পরীক্ষায় পাশ করা চাকরি-প্রার্থীদেরও চাকরি দেওয়া হয় না৷’’

দক্ষিণ দিনাজপুরে এই প্রথম স্বাধীন ভারতের কোনও প্রধানমন্ত্রী সভা করলেন৷ সভার শুরুতেই বাংলার গণতন্ত্র ব্যবস্থাকে কটাক্ষ করেন মোদি৷ একই সঙ্গে বাংলার কর্মসংস্থানকে হাতিয়ার করে বলেন, ‘‘বাংলার কর্মসংস্থানের কথা বলছেন মমতাজি৷ কিন্তু, এখানে পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীদের চাকরির ব্যবস্থাও করা হচ্ছে না৷ এখানে শুধু সিন্ডিকেট চলছে৷’’ তোষণের রাজনীতির অভিযোগ তুলে মোদির দাবি, এখানে দুর্গাপুজো করতে সমস্যায় পড়তে হয়৷ মিছিল করতে দেওয়া হয় না৷ এই দিদির সরকারের পতন অনিবার্জ৷ আমরা এই হিসাব নেব৷’’

শিক্ষক নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের ২৯ দিনের অনশন প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘আজ দিদির রাজ্যে চাকরির পরীক্ষায় পাশ করা সফল প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না৷ তাঁদের অনশন করতে হচ্ছে৷’’ একই সঙ্গে চোপড়ায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জনতার প্রতিরোধের প্রসঙ্গ তোলেন৷ খাগড়াগড় বিস্ফোরণের তদন্ত রাজ্য সরকার চেপে গিয়েছিল বলেও অভিযোগ তোলেন মোদি৷ এর আগেও কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে এসএসির প্রসঙ্গ তোলেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =