কলকাতা: ফনি ও গরমের জেরে স্কুলে টানা দু’মাস ছুটির ঘোষণা আগেই ঘোষণা করেছে শিক্ষা দপ্তর৷ এবার পুর কর্মীদের ১৫ দিনের বিশেষ ছুটি ঘোষণা কলকাতা পুরসভার৷
পুর-কমিশনার খলিল আহমেদ ১৫ দিনের এই বিশেষ ছুটি মঞ্জুর করার জন্য বিভিন্ন বিভাগের প্রধানদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশিকা থেকে জানা যাচ্ছে, যে পুরকর্মীদের বাড়ি ওড়িশার পুরী, ভুবনেশ্বর, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, গজপতি, গঞ্জাম, খুর্দা, কটক, জয়পুর এবং এ রাজ্যের দীঘা, মন্দারমণি, তাজপুর, সন্দেশখালি, খড়্গপুর এলাকায়, তাঁদের এই অতরিক্ত ১৫ দিনের ছুটি দেওয়া যাবে। মূলত, ঘূর্ণিঝড় ‘ফনি’র কারণে ওড়িশা ও এ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার যেসব জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার বাসিন্দা পুরকর্মীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা কলকাতা পুরসভা৷