নিজের পা আর সরকারি বাসের ভরসায় কর্মচারীরা আজ অফিস-মুখী

নিজের পা আর সরকারি বাসের ভরসায় কর্মচারীরা আজ অফিস-মুখী

কলকাতা: রাজ্য সরকারি অফিসগুলি খুলে গিয়েছে৷ ৭০ শতাংশ কর্মচারীকে ঘুরিয়ে ফিরিয়ে (রোটেশন) অনুযায়ী আসতে বলা হয়েছে৷ হাজিরার ব্যাপারে বেশ চাপাচাপি চলছে। কিন্তু, রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ, দূরের যাত্রীরা অফিস পৌঁছবেন কীভাবে? রাস্তায় সরকারি বাস চলছে। কিন্তু, তা পর্যাপ্ত নয়। বেসরকারি বাস অল্প কিছু আছে। কিন্তু, তা কতদিন চলবে কেউ জানে না। এই পরিপ্রেক্ষিতে কর্মীদের অভিযোগ কীভাবে অফিসে পৌঁছান যেতে পারে তা স্পষ্ট নয়।

রাজ্য সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল বলেন, ট্রেন, মেট্রো চলছে না। বেসরকারি বাস কতদিন চলবে কেউ জানে না। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা কীভাবে অফিসে পৌঁছবেন, আজ তাই বড় প্রশ্ন। সরকারি বাসের কথা বলা হয়েছে। কিন্তু তা অপ্রতুল। ওই বাসের ভরসায় অফিসে যাওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের নির্দেশ, ট্রেন, মেট্রো ৩০ জুন পর্যন্ত চলবে না।

দেবাশিসবাবুর আরও বক্তব্য, মুখ্যসচিবকে তাদের তরফ থেকে বলা হয়েছিল, হয় স্পেশাল বাস করুন, নয়ত অফিসে থাকার ব্যবস্থা করুন। তাঁরা বাড়ির কাছাকাছি জায়গা থেকে উঠে আসবে। নয়ত তাদের অফিসে থাকার ব্যবস্থা হোক। নয়ত work from home চলুক।

আইএনটিইউসি নেতা অজিতেশ পাণ্ডে বলেন, কর্মীদের ভৌগোলিক অবস্থান দেখে সরকার ট্রান্সফার করুক। তাহলে তারা হেঁটেই অফিস যেতে পারবে। এটা সরকারের মেকানিজমের দোষ। কেউ করোনা আক্রান্ত হলে সরকার কি ব্যাবস্থা নেবে?

কো-অর্ডিনাশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ বলেন, মুখ্যসচিবকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি সরকারি কর্মীরা বাসে যাতায়ত করলে 'ফিজিক্যাল ডিস্ট্যানসিং' রক্ষা হবে কই? বিপদ বাড়বে। কর্মীরা ঘরে বসে থাকতে চায় না। সুরক্ষা ব্যাবস্থা সুস্থিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *