চাকরিপ্রার্থীদের কাজের হদিশ দিতে নয়া অ্যাপ গুগলের, ‘কর্ম জবস’

চাকরিপ্রার্থীদের কাজের হদিশ দিতে নয়া অ্যাপ গুগলের, ‘কর্ম জবস’

 

নয়াদিল্লি:  প্রতিদিন কাজের সন্ধানে ঘুরে বেড়ান লক্ষ লক্ষ কর্মপ্রার্থী৷ প্রতিনিয়ত চলছে তাঁদের চাকরির খোঁজ৷ করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ৷ এই সংকটময় সময়ে চাকরি প্রার্থীদের জন্য গুগল নিয়ে এল একটি নতুন অ্যাপ৷ যার নাম দেওয়া হয়েছে ‘কর্ম জবস’৷ এই অ্যাপের মাধ্যমে সারা দেশের বিভিন্ন প্রান্তের চাকরির হদিশ মিলবে এক নিমেষে৷ 

আরও পড়ুন- BREAKING: চাকরি পরীক্ষায় আমূল পরিবর্তন, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

 

২০১৮ সালে বাংলাদেশে প্রথম ‘কর্ম জবস’ শুরু করেছিল গুগল৷ গত বছর ইন্দোনেশিয়ায় নিয়ে আসা হয় এই অ্যাপস৷ ভারতেও ‘গুগল পে’ অ্যাপে ‘জবস স্পট’ নামে একটি ফিচার যুক্ত করেছিল এই টেক জায়েন্ট৷ সংস্থার দাবি, জ্যোমাটো এবং বেঙ্গালুরুর স্টার্ট আপ সংস্থা ডুনজোর মতো বিভিন্ন সংস্থায় এই প্ল্যাটফর্মে ২০ লক্ষেরও বেশি প্রার্থী কাজের আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন৷ এবার সেটিকে রিব্র্যান্ড করে ‘কর্ম জবস’ আনছে গুগল৷ এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ৷ পাওয়া যাবে প্লে স্টোরে৷ এর মাধ্যমে চাকরি প্রার্থীরা সারা দেশের কর্ম সংস্থানের খবর পাবেন৷ আবেদনও করতে পারবেন৷  

আরও পড়ুন- সুখবর! মাধ্যমিক উত্তীর্ণদের চাকরির সুযোগ দিচ্ছে রাজ্য সরকার

 

করোনা পরিস্থিতির মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বলে আশা প্রকাশ করেছেন এই প্রজেক্টের প্রধান বিকি রাসেল। তিনি বলেন,  চাকরির চাহিদা ক্রমশ বদলে যাচ্ছে৷  সেখানে দাঁড়িয়ে এই ‘কর্ম জবস’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷  জানা গিয়েছে, আমেরিকান সংস্থা মাইক্রোসফটের লিঙ্কডিন বা ভারতীয় সংস্থা নকরি–র  মতোই কাজ করবে অ্যাপটি। এই অ্যাপসে গিয়ে  ইউজারকে নিজের প্রোফাইল তৈরি করতে হবে। তাতে  প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে৷ এছাড়া বায়োডাটা বা সিভি–ও আপলোড করতে হবে। এর জন্য অ্যাপের ভিতরেই রয়েছে একটি বিশেষ ফিচার। যা দিয়ে সহজেই তৈরি করা যাবে ডিজিটাল সিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 15 =