সুখবর! সোমবার ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

কলকাতা: ফের ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার ছট পুজো পড়ে যাওয়ায়, সেই ছুটি বাড়িয়ে সোমবার করার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও পড়ুন: ৩১ দিনে ২০ দিনে ছুটি! রাজ্য সরকারি কর্মীদের ‘ছুটি ছুটি চল নেব লুটি …’ আজ মন্ত্রিসভার বৈঠকে

সুখবর! সোমবার ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

কলকাতা: ফের ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার ছট পুজো পড়ে যাওয়ায়, সেই ছুটি বাড়িয়ে সোমবার করার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আজ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: ৩১ দিনে ২০ দিনে ছুটি! রাজ্য সরকারি কর্মীদের ‘ছুটি ছুটি চল নেব লুটি …’

আজ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪ নভেম্বর রাজ্যে ছুটি থাকবে৷ কেননা, এবার ছট পুজো ৩ নভেম্বর পড়েছে৷ ওই দিন রবিবার, ছুটি৷ ফলে, বাড়তি ছুটি হিসাবে সোমবার অর্থাৎ ৪ নভেম্বর ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

আরও পড়ুন: প্রশিক্ষণ সত্ত্বেও কেন অপ্রশিক্ষিত বেতন? গোকুলে বাড়ছে শিক্ষক বিদ্রোহ

দুর্গাপুজো ভালোভাবে মিটে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী বুধবার সংবাদমাধ্যমও পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান৷ একইসঙ্গে অভিনন্দন জানান পুজো কমিটিকে৷ পুজোয় একটি দুর্ঘটনাও ঘটেনি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷
মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সামনে আমাদের কালী পুজো রয়েছে, দীপাবলি রয়েছে৷ ছট পুজোর রয়েছে৷ ছট পুজো ও কালীপুজো যেহেতু রবিবার পড়েছে, একটা অ্যাডিশনাল হলিডে দেওয়া আছে ভাই ফোটার সাথে৷ যেহেতু কালী পুজা রবিবার পড়েছে৷ ম্যাক্সিমাম ছুটির দিনগুলি রবিবার পড়েছে৷ দুর্গাপুজোও রবিবারের ছুটি পড়ে গেয়েছিল৷ অ্যাডজাস্ট করে আমরা সব করে দিয়েছি৷ রবিবারের দিন ছুটি পড়লে আমরা সোমবার অ্যাডিশনাল একদিন হলিডে মন্ত্রিসভায় আমরা ঠিক করলাম৷ নেক্সট ছুটির ক্যালেন্ডার আমরা প্রকাশ করব৷ আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এটা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =