সুখবর: উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলে ২৫৯০

নয়াদিল্লি: বিভিন্ন ট্রেডে ২৫৯০ জন তরুণ-তরুণীকে এ্যাপ্রেনটিসশিপ প্রশিক্ষণ দেবে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল৷ এ্যাপ্রেনটিসশিপ রুলস ১৯৯২ অনুসারে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ারের একাধিক ইউনিটে ডিভিশন ও ওয়ার্কশপে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে ওয়েল্ডার, ফিটার-সহ একাধিক ট্রেডে৷ শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাস হলেই চলবে৷ সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ মেসন ট্রেডের

সুখবর: উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলে ২৫৯০

নয়াদিল্লি: বিভিন্ন ট্রেডে ২৫৯০ জন তরুণ-তরুণীকে এ্যাপ্রেনটিসশিপ প্রশিক্ষণ দেবে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেল৷ এ্যাপ্রেনটিসশিপ রুলস ১৯৯২ অনুসারে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ারের একাধিক ইউনিটে ডিভিশন ও ওয়ার্কশপে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে ওয়েল্ডার, ফিটার-সহ একাধিক ট্রেডে৷

শিক্ষাগত যোগ্যতা: অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাস হলেই চলবে৷ সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসিভিটি সার্টিফিকেট থাকতে হবে৷ মেসন ট্রেডের ক্ষেত্রে বিল্ডিং কন্ট্রাকটর, লাইনম্যান ট্রেডের ক্ষেত্রে ওয়্যারম্যান ট্রেড গ্রাহ্য হবে৷ প্রশিক্ষণের জন্য বয়স হতে হবে ১৮-৯-১৯ তারিখ থেকে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ তপশিলি জাতি উপজাতির প্রার্থীরা পাঁচ বছর ও ওবিসি প্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবেন৷

প্রশিক্ষণ চলাকালীন মাসে ন্যূনতম ৬৯৬০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে৷ প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক, আইটিআই পরীক্ষা নেওয়ার নম্বরের ভিত্তিতে৷ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন nfr.indianrailways.gov.in -এই ওয়েবসাইটে৷ এছাড়াও আবেদন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানা যাবে উপরের দেওয়া ওয়েবসাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =