সুখবর! নিখরচায় নার্সিং পড়িয়ে আর্মিতে চাকরির সুযোগ

নয়াদিল্লি: নিখরচায় নার্সিং পরিয়ে আর্মিতে চাকরি৷ ২২০ জন মহিলা প্রার্থীকে চার বছর বিএসসি নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করবে ভারতীয় সেনা৷ অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন ও বিধবা মহিলারা আবেদন করতে পারবেন৷ নার্সিং কলেজে পড়াশোনার জন্য কোন খরচ লাগবে না৷ কোর্স শেষে মিলিটারি নার্সিং সার্ভিসে মিলবে চাকরি৷ শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি নিয়ে

সুখবর! নিখরচায় নার্সিং পড়িয়ে আর্মিতে চাকরির সুযোগ

নয়াদিল্লি: নিখরচায় নার্সিং পরিয়ে আর্মিতে চাকরি৷ ২২০ জন মহিলা প্রার্থীকে চার বছর বিএসসি নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করবে ভারতীয় সেনা৷ অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন ও বিধবা মহিলারা আবেদন করতে পারবেন৷ নার্সিং কলেজে পড়াশোনার জন্য কোন খরচ লাগবে না৷ কোর্স শেষে মিলিটারি নার্সিং সার্ভিসে মিলবে চাকরি৷

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি নিয়ে মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে৷ পাস করতে হবে প্রথমবারের চেষ্টায়৷ ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও আবেদন করার যোগ্য৷

বয়স ও পরীক্ষা: জন্ম তারিখ হতে হবে১-১০-১৯৯৫ থেকে ৩০-০৯-২০০৩ মধ্যে৷ প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন কম্পিউটার বেস্ট অবজেক্টিভ টাইপ পরীক্ষার মাধ্যমে৷ দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে৷ কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে এই প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে এপ্রিল মাস নাগাদ৷ পরীক্ষা থাকবে জেনারেল ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ইন্টেলিজেন্স৷ এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ে ডাক পাওয়া যাবে মে নাগাদ৷

আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে৷ প্রার্থীরা চালু ইমেইল আইডি থাকতে হবে৷ আগামী ২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে৷ অনলাইনে পরীক্ষা ফি বাবদ ৭৫০ টাকা জমা করাতে হবে৷ ব্যাংকের রেফারেন্স নম্বর দিয়ে অনলাইনে আবেদন করতে হবে৷ আরও বিস্তারিত জানতে joinindianarmy.nic.in ওয়েবসাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =