সুখবর: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: প্রায় এক মাস পিছিয়ে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলার শুনানি৷ একরাশ আশা জাগিয়ে আজ মামলার শুনানি শুরু হতেই মিলল সুখবর৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার না হলেও এক সপ্তাহের মধ্যে নম্বর-সহ মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ পুজোর মুখে এক সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশের কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে বুধবার বিকালে জরুরি

সুখবর: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: প্রায় এক মাস পিছিয়ে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মামলার শুনানি৷ একরাশ আশা জাগিয়ে আজ মামলার শুনানি শুরু হতেই মিলল সুখবর৷ উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার না হলেও এক সপ্তাহের মধ্যে নম্বর-সহ মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ পুজোর মুখে এক সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশের কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে বুধবার বিকালে জরুরি বৈঠক ডাকেছে স্কুল সার্ভিস কমিশন৷

আজ কলকাতা হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেয়া হয়েছে, আজ থেকে সাত দিনের মধ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে হবে৷ যদিও আগেও একই নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু সেবার কমিশনের তরফে নিয়োগের গোপনীয়তা ও স্বচ্ছতার প্রসঙ্গ তুলে তালিকা প্রকাশ থেকে বিরত থাকে৷ এবার ফের নতুন করে একি নির্দেশ জারি হয় গোটা বিষয়টি এখন কমিশনের দিকেই বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ আজ মামলার শুনানিতে মামলাকারী ও কমিশনের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর আদালতের তরফে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷

মামলার শুনানিতে আজ থেকে সাত দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকার প্রাপ্ত নম্বর প্রকাশ করতে কমিশনকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য৷ সেখানে তিনি সাফ নির্দেশ দিয়েছেন, মেধা তালিকায় টিচার এলিজিবিলিটি টেস্টের প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা, প্রফেশনাল কোয়ালিফিকেশন ও লিখিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছে তার তালিকাও তুলে ধরতে বলা হয়েছে৷ এই চার বিভাগে নম্বরের যোগফল উল্লেখ করতে বলা হয়েছে কমিশনকে৷ এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া করতেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *